করোনার সাথে লড়তে ৬৪ টি দেশকে সাহায্য করবে আমেরিকা, ভারতকেও দেবে ২৯ লক্ষ ডলার

বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বে ত্রাস সৃষ্টিকারী করোনা ভাইরাসের (COVID-19) প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য এখন বিশ্বের প্রতিটি দেশ একত্রিত হয়ে লড়ছে। সমগ্র বিশ্বে আক্রান্ত হয়েছেন প্রায় ৬ লক্ষ ৬৫ হাজার মানুষ এবং প্রাণ হারিয়েছেন প্রায় ৩১ হাজার মানুষ। প্রতিটি দেশ এখন একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমেরিকাও (America) এই পরিস্থিতিতে বিভিন্ন দেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ভারত সহ আরও ৬৪ টি দেশে ১৭.৪ কোটি টাকা আর্থিক অনুদান দেবার কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

   

আমেরিকার এই সাহায্য থেকে ভারত প্রায় ২৯ লক্ষ ডলার সাহায্য পাবে। তবে ফেব্রুয়ারীতে ঘোষণা করা ১০ কোটি টাকা ছাড়াও এই অতিরিক্ত টাকা আলাদা করেই দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য এই অর্থ সাহায্য করা হচ্ছে। এই অনুদান অর্থের বিষয়ে আমেরিকার বিদেশ মন্ত্রালয়ের তরফ থেকে জানানো হয়, করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য, উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে, চিকিৎসা ক্ষেত্রে এবং বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর জন্য ভারতকে এই ২৯ লক্ষ ডলার দেওয়া হয়েছে।

শুধুমাত্র আর্থিক অনুদানই নয়, এর পাশাপাশি করোনার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ভেন্টিলেটরও দিচ্ছে আমেরিকা। মার্কিন রাষ্ট্রপতি এ প্রসঙ্গে বলেন, ‘করোনা ভাইরাস তাঁর প্রভাব বিস্তার করার ফলে আমরা ভেন্টিলেটর এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের উৎপাদন বাড়িয়ে দিয়েছি। যার ফলে এখন অন্য দেশের প্রয়োজনেও আমরা এগুলো দিতে পারব’।

বর্তমানে ভারত সরকার দেশের দুঃস্থ এবং গরীব মানুষদের জন্যও আর্থিক অনুদানের বিষয়েও ঘোষণা করেন। ১.৭০ লক্ষ আর্থিক প্যাকেজের ঘোষণা করে ভারত সরকার। এই প্যাকেজের অর্থ দিয়ে গরীব মানুষদের জন্য খাবারের জোগান দেওয়া সম্ভব হবে। এই প্যাকেজ অনুসারে ভারত সরকার একজন নাগরিকের উপর প্রায় ১২০০ টাকা খরচা করবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর