“সিএএ, এনআরসি হলো ঘৃণার প্যাকেজ” : অমিত মিত্র

 

বাংলা হান্ট ডেস্ক : করোনা ভাইরাস নিয়ে আতঙ্কে রয়েছে মানুষ। দেশজুড়ে প্রত্যেকদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করণা আক্রান্তের সংখ্যা। দেশের এমন অবস্থাতেও একে অপরকে খোঁচা দিতে ছাড়ছেনা কোনও রাজনৈতিক দল।

প্রসঙ্গত, কয়েক মাস আগেই এনআরসি, ও সিএএ ইস্যু নিয়ে উত্তাল ছিল রাজ্য সরকার। তবে করোনা ভাইরাস, লক ডাউন, আমফান ঘূর্ণিঝড় সবকিছুর ঘোরপ্যাঁচে বাংলার মানুষ ভুলেই গিয়েছে সেই কথা। সে কারণেই আজ ফের সিএএ ও এনআরসি ইস্যু নিয়ে কেন্দ্র সরকার কে খোঁচা দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

আজ অমিত মিত্র কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেন, ‘রাজ্যের এনআরসি এবং এনপিআর হলো বিশেষ প্যাকেজ। বর্ণ বৈষম্যের প্যাকেজ। তিনি আরও বলেন, ‘মানুষকে ডিটেনশন ক্যাম্পে রাখার জন্য 7.48 লক্ষ্য কোটি টাকা খরচ করবে সরকার। সেখানে থাকা মানুষদের রক্ষণাবেক্ষণের জন্য 1.79 লক্ষ কোটি টাকা খরচ হবে কেন্দ্রের। অথচ রাজ্যের পাওনা টাকা দিচ্ছেনা কেন্দ্র ‘আজ এভাবেই কেন্দ্রীয় সরকারের ওপর তোপ দাগলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর