আবারও শ্বাসকষ্ট জনিত সমস্যায় অসুস্থ হলেন অমিত শাহ, শনিবার রাতে ভর্তি হলেন AIIMS-এ

বাংলাহান্ট ডেস্কঃ ফের অসুস্থ হলেন অমিত শাহ (Amit Shah)। শ্বাসকষ্ট জনিত কারণে শনিবার রাত ১১ টা নাগাদ তাঁকে ভর্তি করা হয়েছে দিল্লীর AIIMS-এ। তবে বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। কিছুদিন আগেই তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন।

সম্প্রতি করোনা মহামারিকে জয় করে সুস্থ হয়ে আবারও জীবনের পুরনো চেনা ছন্দে ফিরেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। করোনা আক্রান্ত হয়ে গত ২ রা আগস্ট সেই কথা নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন অমিত শাহ। গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসা চলাকালীন ১৪ ই আগস্ট তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে।

এরপর হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হলেও, কিছুদিন হোম আইসোলেশনে থাকার কথাও বলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে রক্তচাপ বৃদ্ধি এবং শ্বাসকষ্ট জনিত সমস্যা পুনরায় দেখা দেওয়ায় গত ১৮ ই আগস্ট তাঁকে দিল্লীর AIIMS হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে গত ৩১ শে আগস্ট থেকে ছেড়ে দেওয়া হয়।

সূত্রের খবর, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সেই কারণেই চিকিৎসকদের পরামর্শ মত তাঁকে আবারও তড়িঘড়ি শনিবার রাতে দিল্লীর AIIMS-এ কার্ডিও নিউরো টাওয়ারে ভর্তি করা হয়। তবে অমিত শাহের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলেই জানা গিয়েছে।

AIIMS সূত্রে খবর, ‘বর্তমান পরিস্থিতিতে অমিত শাহ হাসপাতালে থাকলে, সেটাই ভালো হবে। হাসপাতালে থাকলে, তিনি সব সময় চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন। তাঁর শারীরিক অবস্থার উপর সর্বদা নজর রাখা যাবে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর