দিল্লীতে লাগু যোগী ফর্মুলা, ক্ষতিপূরণ নেওয়া হবে দাঙ্গাবাজদের থেকে

কিছুদিন আগেই দিল্লির পরিস্থিতি চরমে ওঠে। আর সেখানে যা ক্ষয়ক্ষতি হয়েছে সেই নিয়ে চিন্তায় পড়েছে মানুষ । কারন ইতিমধ্যে প্রায় দাঙ্গা পরিস্থিতি দেখা দিয়েছিলো ওখানে। আর লোকসভায় (Lok Sabha) বুধবার সরকারের পক্ষে কথা বলেন। সেই সময় অমিত শাহ দাঙ্গার সঠিক পরিসংখ্যান দিয়ে বিরোধীদের উপর আক্রমণ করেন। কংগ্রেসকে তিনি ১৯৮৪ এর দাঙ্গা স্মরণ করিয়ে ওয়াইসিকে (Asaduddin Owaisi) ধর্মের চশমা দিয়ে হিংসাকে না দেখার পরামর্শ দেন।দিল্লির দাঙ্গা নিয়ে বুধবার লোকসভায় তুমুল বিতর্ক হয়েছিল।

আলোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে দিয়েছিলেন যে যে কেউ আগুন দিয়েছে, তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এখনো পর্যন্ত ৭০০ এর বেশি এফআইআর দায়ের করা হয়েছে। ২৬৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে তদন্তের জন্য দুটি এসআইটি টিম গঠন করা হয়েছে।হিন্দু অথবা মুসলিম না, দিল্লী হিংসায় ৫২ জন ভারতীয়র মৃত্যু হয়েছে। ৫২৬ ভারতীয় এই হিংসায় আহত হয়েছেন। ৩০০ এর বেশি ভারতীয় ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। মন্দির আর মসজিদ দুটোতেই আগুন লাগানো হয়েছে।amit shah 1৫০০০ টিরও বেশি টিয়ার গ্যাস শেল প্রকাশ করা হয়েছে। দিল্লি পুলিশ ৩৬ ঘন্টার মধ্যে দাঙ্গা শেষ করেছিল।আর যারা আগুন দিয়েছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে প্রতিবাদের সময় উত্তর প্রদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। দুর্বৃত্ত জনতা এতে আগুন ধরিয়ে দেয়। তাতে অনেক নিরীহ মানুষের ক্ষতি হয়।

 

ইউপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্বৃত্তদের কাছ থেকে সম্পত্তির ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছিলেন। সিসিটিভি ফুটেজ এবং ফটোগ্রাফের সাহায্যে প্রশাসন নোটিশ জারি করেছে। সম্প্রতি, লখনউ প্রশাসন ১৯ জনকে পুনরুদ্ধারের জন্য একটি চূড়ান্ত নোটিশ দিয়েছে। এর পরে এবার এরকম কড়া পদক্ষেপ নিতে চলেছে নরেন্দ্র মোদী প্রশাসন।

সম্পর্কিত খবর