দেবেন্দ্রই মুখ্যমন্ত্রী হবে, শিবসেনার দাবি মেনে নেওয়ার প্রশ্নই নেই: অমিত শাহ

বাংলা হান্ট ডেস্ক : ইতিমধ্যেই মহারাষ্ট্রের রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। তবু এখনও অবধি মুখ্যমন্ত্রীর পদ নিয়ে বিজেপি ও শিবসেনার মধ্যে জট অব্যাহত। নিজেদের অবস্থান থেকে অনড় থেকে তিরিশ বছরের এনডিএ জোট থেকে সরে এসেছে বিজেপি। ইতিমধ্যেই শিবসেনা এনসিপি ও কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গঠন করতে মরিয়া তবে এরই মধ্যে আবারও বিস্ফোরক দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শরিক শিবসেনার দাবি মেনে নেওয়ার কোনও প্রশ্নই নেই, দেবেন্দ্র মুখ্যমন্ত্রী হবেন ঠিক এ কথাই জানালেন অমিত শাহ।যেহেতু এখনও অবধি বিজেপির ঝুলিতে 105 বিধায়ক রয়েছে তাই কিছুটা হলেও পাল্লা ভারী বিজেপির। যদিও 56 বিধায়ক নিয়েই অন্যান্য শরিক দলের সঙ্গে হাত মিলিয়ে মুখ্যমন্ত্রী ও সরকার পদের দাবি জানাচ্ছে শিব সেনা।

50-50 ফর্মুলায় কিছুতেই মেনে নেয়নি বিজেপি। তাই অমিত শাহ এ দিন জানান, সরকার তৈরির জন্য আরও দিন হাতে সময় পেয়েছে সবাই অথচ বিজেপি কংগ্রেস এনসিপি কিংবা শিবসেনা কেউ সরকার গড়ার দাবি করতে পারেনিএকই সঙ্গে তিনি আরও জানান রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পরেও রাজ্যপালের কাছে সরকার গঠনের আর্জি জানাতে পারেনি কোনও দলই। এ দিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ভগত সিংহ কেশিয়াড়ির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

যেহেতু ডেডলাইন পেরিয়ে যাওয়ার আগেই রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে তা নিয়ে আগেই অভিযোগ তুলেছে কংগ্রেস ও শিব সেনা। এ দিন কপিল সিব্বলকে কটাক্ষ করতে ছাড়েননি অমিত শাহ। একই সঙ্গে বিজেপিকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে বলে বিরোধী দলগুলি যে অভিযোগ তুলেছিল তাও কার্যত নস্যাত্ করেছেন অমিত।

সম্পর্কিত খবর