“আমি বলছি ‘জয় শ্রীরাম’, আমাকে গ্রেপ্তার করে দেখান!”: অমিত

 

বাবলু প্রামাণিক ,ক্যানিং

দিন কয়েক আগে ঘাটাল লোকসভা কেন্দ্রের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে জয় শ্রী রাম স্লোগান তোলার অপরাধে দুই যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। এবার সেই প্রসঙ্গেই তৃণমূল নেত্রীকে তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি অমিত শাহ। সোমবার ক্যানিং-এর জনসভা থেকে জয় শ্রী রাম স্লোগান তুলে মমতাকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে শাহ বলেন, “মমতা বলেছেন জয় শ্রীরাম বলা যাবে না। সভায় দাঁড়িয়ে জয়শ্রীরাম বলছি, এরপর আগামীকাল কলকাতায় যাব। ক্ষমতা থাকলে গ্রেফতার করে দেখান।”

 

এদিনের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তুলোধনা করে  তিনি বলেন,এখানে শুধু গোলার কারখানা হয়েছে আর কোনও উন্নয়ন হয়নি। বাংলায় হিংসার রাজনীতি হচ্ছে মমতাকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে অমিত বলেন,” এই সরকার থাকলে পাকিস্তান থেকে গুলি এলে এখান থেকে গোলা যাবে। দিদি সন্ত্রাসবাদীদের সাথে আপনি কথা বলুন।”

f6776 img 20190513 wa0028 1
আরও এক বার বাংলায় অনুপ্রবেশকারী নিয়ে সরব হন বিজেপি সভাপতি। তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচ্ছন্ন আশ্রয়ে বাংলায় অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে। শাহ প্রতিশ্রুতি দেন, “মোদি সরকারকে একবার আনুন, দেখবেন অনুপ্রবেশকারীদের খুঁজে বের করবে। নাগরিকত্ব বিল এলে অনুপ্রবেশ থেকে বাংলা বাঁচবে। হিন্দু, জৈন, বৌদ্ধ ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষদের আশ্রয় দিতে বদ্ধপরিকর তাদের সরকার।”
তৃণমূল সরকারের আমলে বাংলার সংস্কৃতিও বিপন্ন বলে দাবি তোলেন অমিত শাহ। তিনি বলেন,”বাংলায় একসময় চৈতন্য মহাপ্রভুর কীর্তন, রবীন্দ্র সংগীত শোনা যেত, এখন যায় না। এখানে দুর্গাপুজোর অনুমতি পাওয়া যায় না। বিজেপি সরকার আসলে আবার ফিরবে বাংলার সংস্কৃতি।আর তাই পশ্চিমবঙ্গ থেকে ২৩টি আসন।” এবারে আমরাই পাব এই 23 টি আসন পেলে আমরা তৃনমূল কে বুঝিয়ে দেবো এটা বাংলার মাটি এই মাটিকে তোমরা অপবিত্র করেছ।

সম্পর্কিত খবর