২ মে’র পর বাংলায় কাটমানি খাওয়ার জন্য আর কেউ থাকবে না, তেহট্টে বললেন অমিত শাহ

বাংলা হান্ট ডেস্কঃ ১৭ এপ্রিল শনিবার রাজ্যের ৬ জেলায় ৪৫ আসনে নির্বাচন। আর তাঁর আগে ফের রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার তিনি নদিয়া জেলার তেহট্টে একটি জনসভা করেন। এরপর তিনি কৃষ্ণনগরেও একটি জনসভা করেন। শুক্রবার তেহট্টের বেতাইয়ের সভা থেকে রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমুল নিশানা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি তিনি এও জানান যে, রাজ্যে ক্ষমতায় এলে বিজেপি মানুষদের জন্য কি কি করবে।

অমিত শাহ বলেন, আমরা ক্ষমতায় এলে রাজ্যের মেয়েদের শিক্ষায় কোনও খরচ লাগবে না। ট্রেন, বাসে যাতায়াত করতে কোনও ভাড়া লাগবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার ৪৫ লক্ষ মানুষকে গ্যাস সিলেন্ডার দিয়েছেন। আর দিদি রাজ্যে দশ বছর রাজত্ব করে সিন্ডিকেট আর কাটমানি ছাড়া কিছুই দেননি। অমিত শাহ বলেন, এবার আপনারাই ঠিক করুন যে, রাজ্যে সিন্ডিকেট সরকার চান? না বাংলাকে সোনার বাংলা গড়তে চান?

অমিত শাহ বলেন, বিজেপি ক্ষমতায় এলে তেহট্ট থেকে দেবগ্রাম পর্যন্ত সেতু বানিয়ে দেবে। দিদি ১০ বছরেও এই কাজ করতে পারেন নি। আমাদের প্রার্থীকে একবার ভোট দিয়ে দেখুন, ওই সেতুর উপর দিয়ে বাইক নিয়ে যেতে পারবেন। অমিত শাহ বলেন, বিজেপি জিতলে তেহট্টকে পুরসভা এলাকা করা হবে।

অমিত শাহ বলেন, তেহট্টে জগদ্ধাত্রী পুজোর সময় গুলি চালিয়েছিল, দুর্গাপুজোর জন্য বাংলায় পুলিশের অনুমতি নিতে হয়। বিজেপি ক্ষমতায় এলে আর অনুমতি নিতে হবে না। অমিত শাহ বলেন, বাংলায় সরস্বতী পুজো দিদির গুন্ডারা বন্ধ করে দেয়। আমাদের সরকার এলে কারোর ক্ষমতা নেই যে কোনও পুজো রুখবে।

বাংলার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অমিত শাহ বলেন, তৃণমূলের অপশাসনকে দূর করতে যারা আজ এখানে এসেছে, তাঁদের বলব নতুন বছর আপনাদের সবার ভালো কাটুক। অমিত শাহ এও বলেন যে, বাংলায় ২ মে’র পর কাটমানি নেওয়ার জন্য আর কেউ থাকবে না। এখানে সিন্ডেকেট চালানোর জন্যও কেউ থাকবে না।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর