কেন সৌরভের বাড়িতে নৈশভোজে অমিত শাহ? দিলীপ ঘোষের মন্তব্যে বাড়ল জল্পনা

বাংলাহান্ট ডেস্ক : বাংলা সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এর মধ্যে আজই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়িতে যাবেন তিনি। আর তা ঘিরেই তুমুল শোরগোল রাজ্য রাজনীতিতে।

শুধু সৌরভের বাড়িতে যাওয়াই নয়, তার আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালে অমিত শাহের জন্য অনুষ্ঠানে তাঁর জন্য নৃত্য পরিবেশন করবেন বিখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী তথা সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। শুধু অমিত শাহই নয়, এদিন তাঁর সঙ্গে বেহালায় যেতে পারেন শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তও। যদিও এহেন পরিস্থিতির মধ্যে দিলীপ ঘোষের মন্তব্য অবশ্য খানিক জলই ঢেলেছে সৌরভের শাহি সাক্ষাতের জল্পনায়।

অমিত শাহের বেহালা সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে এরকম কোনও খবর নেই। অমিত শাহ যদি বেহালা যানও তা অত্যন্ত ব্যক্তিগত ভাবেই যাবেন। কারণ সমাজের কী কী প্রয়োজন তা বিশিষ্টদের থেকে জেনে নেওয়া হয় বিজেপিতে। এটাই দলের পরম্পরা। ‘

একুশের লোকসভা নির্বাচনের আগে জল্পনা ছড়িয়েছিল বিজেপি ক্ষমতায় আসলে বাংলার মুখ্যমন্ত্রী করা হবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। নিজেকে সক্রিয় রাজনীতি থেকে দূরে রাখলেও সেই জল্পনার সত্য মিথ্যা এখনও সামনে আসেনি। যদিও তৃণমূল এবং বিজেপি দুই তরফের সঙ্গেই সুসম্পর্ক রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। একাধিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেন তিনি। এরই মধ্যে এবার তাঁর বাড়িতে যাচ্ছেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ।

উল্লেখ্য, সকাল থেকেই পুলিশকর্মীদের মোতায়েন করা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে। অত্যন্ত আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থা। এদিন বিকেলে ভিক্টোরিয়ায় ডোনা গঙ্গোপাধ্যায়ের অনুষ্ঠানে হাজির থাকার কথা সৌরভেরও। সেখান থেকে সম্ভবত একসঙ্গেই ফিরবেন তাঁরা।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর