শিবপুরের পরিস্থিতি জানতে সুকান্তকে ফোন অমিত শাহের, এলাকা পরিদর্শনে যাচ্ছেন রাজ্যপাল

বাংলাহান্ট ডেস্ক : রামনবমীর মিছিলকে কেন্দ্র করে গতকাল ব্যাপক উত্তেজনা ছড়ায় হাওড়ার (Howrah) শিবপুরে। ভাঙচুর চালানো হয় বিভিন্ন দোকান ও বাড়িতে। পুলিশের সাথে দফাই দফায় চলে সংঘর্ষ। হাওড়ার শিবপুর ও তার সংলগ্ন এলাকায় রীতিমতো খন্ড যুদ্ধের পরিবেশ তৈরি হয়। এই উত্তেজনার খবর পেয়ে রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) ও রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose) ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

অন্যদিকে, আজ বিকেলে রাজভবনে রাজ্যপালের সাথে বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। বৈঠকের পর হাওড়ায় সংঘর্ষকবলিত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রাজ্যপালের। অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনার জন্য কেন্দ্রীয় সংস্থা দ্বারা তদন্তের আবেদন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি জানতে চেয়ে সুকান্ত মজুমদারকে ফোন করেন অমিত শাহ। সুকান্ত মজুমদার গোটা পরিস্থিতি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। এছাড়াও সুকান্ত তার চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখেছেন গতকালের ঘটনার যাতে কেন্দ্রীয় সংস্থা বা এনআইএ দিয়ে তদন্ত করানো হয়। এছাড়াও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর ওই এলাকায় পুলিশি বাধার কথাও উল্লেখ করেন চিঠিতে।

amit shah 2

সুকান্ত মজুমদার এই চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছেন যাতে দোষীরা উপযুক্ত শাস্তি পায়। গতকালের অশান্তির পর আজও হাওড়ার শিবপুর ও সংলগ্ন এলাকা থমথমে। আর যাতে নতুন করে অশান্তি না হয় সে বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ প্রশাসন তৎপর। জানা গিয়েছে, গতকালের অশান্তির ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত ৪৬ জনকে গ্রেফতার করেছে। অহেতুক জটলা বা বাড়ি থেকে বেরোনোয় নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর