ইস্তফা পত্র পকেটে নিয়ে ঘুরছিঃ মমতাকে পাল্টা চ্যালেঞ্জ অমিতের

বাংলাহান্ট ডেস্কঃ পঞ্চম দফা ভোটের আগে ‘মোদী ক্যাবিনেট’ ফের বাংলায়। একদিকে জনসভা করছেন প্রধানমন্ত্রী নরেদ্র মোদী এবং অন্য দিকে অমিত শাহ। সেই সব নির্বাচনী প্রচার থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়ে চলেছেন তাঁরা। ভোট পঞ্চমীর প্রচারে এখন শীতলকুচির (Sitalkuchi) গুলি কাণ্ড শাসকদল তৃণমূল এবং প্রধান বিরোধী দল বিজেপির কাছে অন্যতম হাতিয়ার। সোমবার প্রচারের ময়দানে নেমে তাই মমতা থেকে মোদী-শাহ সবার মুখেই গুলি কাণ্ড।

উল্লেখ্য, কোচবিহারের শীতলকুচি গুলি কাণ্ডে শাসকদল তৃণমূলের (TMC) তরফে সরাসরি দায়ী করা হয়েছে গেরুয়া শিবিরকে (BJP)। তবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পুরো ঘটনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই মূল ষড়যন্ত্রকারী হিসেবে অভিযোগ করেছেন। মমতার দাবি তাঁর অঙ্গুলিহেলনেই এই ঘটনা ঘটিয়েছে কেন্দ্রীয় বাহিনী। তার অমিত শাহের (Amit Shah) পদত্যাগের দাবি জানিয়েছেন খোদ মমতা।

তবে রবিবারের মতই সোমবারও ধুপগুড়ির জনসভা থেকে অমিত শাহ মমতাকে (Mamata Banerjee) চ্যালেঞ্জ ছুঁড়ে জানিয়েছেন, “মানুষ চাইলেই পদত্যাগ করতে পারি।”। এমনকি তিনি এও বলেন “শীতলকুচি গুলিকাণ্ডে দিদি আমার পদত্যাগ চাইছেন। আমার পকেটেই ইস্তফাপত্র রয়েছে। মানুষ চাইলেই পদত্যাগ করব”। পাশাপাশি তিনি এও বলেন , ‘দিদির উস্কানিতেই এই ঘটনা ঘটল’। অমিত শাহের আরও অভিযোগ, ‘শীতলকুচিতে আরও একটি যুবক মারা গিয়েছে, তাঁর জন্য চোখের জল ফেলেনি তৃণমূল সুপ্রিমো। ভোট ব্যাংকের কথা ভেবেই তিনি এটা করলেন বলে অভিযোগ করেন শাহ।’

উল্লেখ্য, কালিম্পংয়ে রোড শোয়ের পর ধূপগুড়িতে (Dhupguri) সভা করলেন অমিত শাহ। পঞ্চম দফার ভোটের আগে শাহি প্রচার সারল গেরুয়া শিবির। রোড শোয়ের পর ধূপগুড়ির জনসভা থেকে অমিত শাহ উত্তর বঙ্গের জন্য একাধিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। তিনি জানান, সেখানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হবে। শিলিগুড়িতে পার্ক হবে, বাগডোগরার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করা হবে।

এর পাশাপাশি তিনি মমতাকে আক্রমণ করে বলেন, ‘দিদি বিজেপিকে দুষছেন, তিনি ভাবছেন শুধু বিজেপিই তাঁর বিরুদ্ধে লড়ছে। কিন্তু শুধু বিজেপি নয়, উত্তর বঙ্গের মা-বোনেরা রাজবংশী সম্প্রদায়, গোর্খা সম্প্রদায়, চা বাগানের কর্মী ও কৃষকরা আপনার বিরুদ্ধে লড়াই করছেন।’

সম্পর্কিত খবর