সবুজ মেরুণ শিবির ছেড়ে ইস্টবেঙ্গল নয়, এই ক্লাবে যোগ দিলেন অমরিন্দর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই, বিশাল কাইথকে সই করানোর পরে সবকিছু আরও স্পষ্ট হয়ে গিয়েছিল। অবশেষে পরিস্কার হয়ে গেল অমরিন্দর সিংয়ের ভবিষ্যত। জুয়ান ফের্নান্দোর এটিকে মোহনবাগান থেকে বেরিয়ে যাওয়া ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবার দুই বছরের সম্পর্ক ছিন্ন করে এটিকে মোহনবাগান শিবির ছেড়ে তারকা ভারতীয় গোলরক্ষক সই করলেন ওড়িশা এফসিতে।

কিন্তু মরশুম শুরুর আগে অনেকেই আশঙ্কা করেছিলেন যে গত মরশুমে অরিন্দমের মতো অমরিন্দরও সবুজ মেরুণ শিবির ছেড়ে যোগ দেবেন লাল হলুদ শিবিরে। তার সঙ্গে নাকি একসময় যোগাযোগও করেছিল স্টিফেন কনস্ট‍্যানটাইনের দল। কিন্তু অফার পছন্দ না হওয়ায় ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে কথা এগোয়নি আর এখন অমরিন্দর যোগ দিয়েছেন ওড়িশা এফসি শিবিরে। গতকাল অর্থাৎ শুক্রবারই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে তারকা গোলরক্ষককে সই করানোর বিষয়টি নিশ্চিত করেছে ওড়িশা।

জাতীয় দলের প্রধান গোলরক্ষক জানিয়েছেন “ওড়িশা এফসির সাথে যুক্ত হতে পেরে ভালো লাগছে। অনেকগুলো প্রস্তাব থাকলেও ওড়িশা এফসির অফার আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়েছিল। ভালো ফুটবলারদের নিয়ে এবার দারুন স্কোয়াড তৈরি করেছে ওড়িশা। কোচ জোসেফ গমব্যাউয়ের অধীনে আমরা সফলতা পেতে বদ্ধপরিকর।

বর্তমানে ভারতীয় ফুটবল সার্কিটের সেরা গোলরক্ষক উঠে এসেছিলেন পুণে এফসির যুব একাডেমির প্রোডাক্ট হিসাবে। এরপর মোট পাঁচ বছর পুণের সিনিয়র দলের অংশ ছিলেন তিনি। ২০১৫ সালে তিনি লোনে নাম লেখান আইএসএল-এর এটিকে শিবিরে। দুর্দান্ত পারফরম্যান্স করেও সেমিফাইনালে তার একটা ছোট্ট ভুলেই হেরে ফাইনালে পৌঁছতে ব্যর্থ হয় এটিকে। তার পরের বছর এটিকে ছেড়ে অমরিন্দর চলে যান সুনীল ছেত্রীদের ক্লাব বেঙ্গালুরু এফসিতে। সেখানে তিনি লিগের সেরা গোলকিপার হয়ে আইএসএল চ্যাম্পিয়ন হন।

এরপর ২০১৬-১৭ মরশুমে তিনি মুম্বই সিটি এফসির সঙ্গে যুক্ত হন। ফের একবার নতুন দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে সেই মরশুমের গোল্ডেন গ্লাভস জিতে নেন তিনি। এরপর ২০২০-২১ মরশুমে মুম্বাইয়ের হয়ে আইএসএলও জেতেন তিনি। পরের মরশুমে যোগ দিয়েছিলেন নবগঠিত এটিকে মোহনবাগানে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর