ছিঁড়ে দেওয়া হয়েছে পোশাক, UP পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কংগ্রেস নেত্রীর

হাথরস কান্ড নিয়ে দেশ উত্তাল হওয়ার পর কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী বৃহস্পতিবার নির্যাতিতার পরিবারের সাথে দেখা করার জন্য রওনা দিয়েছিলেন। তবে গ্রেটার নয়ডা পুলিশ তাদেরকে পথে হাথরস যাওয়ার পথে আটকে দেয়। এরপর রাহুল প্রিয়াঙ্কা পায়ে হাঁটা শুরু করেন। যদিও কিছুক্ষণের মধ্যে কংগ্রেসকর্মীদের ভিড়ের সাথে পুলিশের ধাক্কা ধাক্কি শুরু হয়ে যায়।

ধাক্কার দরুন রাহুল গান্ধী মাটিতে পড়ে যান, যা নিয়ে কংগ্রেস কর্মীরা আরো হৈচৈ শুরু করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে হেফাজতে নেয়। পুলিশ তাদেরকে এক গেস্টহাউসে কিছু সময় রাখার পর দিল্লী বর্ডারে ছেড়ে দেয়। এদিকে দিল্লী মহিলা কংগ্রেসের সভাপতি অমৃতা ধাওয়ান উত্তরপ্রদেশ পুলিশকে উদেশ্য করে আক্রমন করেছেন। UP পুলিশ নেত্রীর পোশাক ছিঁড়েছেন বলে অভিযোগ তুলেছেন।

অমৃতা ধাওয়ান বলেছেন, “এটা মোদী যোগীর সংস্কারের প্রমান। যদি শক্তি দেখাতে হয় তাহলে অপরাধীদের উপর দেখান। আমাদের বস্ত্র হরণ করে কি লাভ হবে? মনে রাখবেন দ্রৌপদীর বস্ত্র হরণ কোথায় গিয়ে থেমেছিল।” অমৃতা ধাওয়ান প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ট্যাগ করে টুইট করেছেন এবং কড়া ভাষায় আক্রমন করেছেন।

রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস কর্মীরা হাথরসের উদ্যেশে রওনা দিয়েছিলেন, সেই সময় পুলিশ ৩ থেকে চার বার লাঠিচার্জ করে। পুলিশের সাথে ধাক্কা ধাক্কির দরুন রাহুল গান্ধী পড়ে যান। অনেক কংগ্রেস কর্মী পুলিশের লাঠিচার্জের দরুন আহত হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

সম্পর্কিত খবর