মাথায় আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিল এক অটো চালক, রিপোর্টে এল করোনা পজেটিভ

বাংলাহান্ট ডেস্কঃ মাথায় কাঁঠাল ভেঙে পড়েছিল অটোচালকের। শিরদাঁড়ার হাড় ভেঙে যায়। হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন অস্ত্রোপচারের জন্য। অবাক কাণ্ড। সেখানেই গিয়ে ধরা পড়ল যে তাঁর কোভিড-১৯ পজিটিভ (COVIED-19)।

   

কেরালার (Kerala) কাসারাগোডের (Casaragod) ঘটনা। কান্নুরের পারিয়ারাম মেডিক্যাল কলেজের সুপার ডা. কে সুদীপ জানিয়েছেন, ‘ওই ব্যক্তি কাসারাগোডের বাসিন্দা। গাছ থেকে তিনি কাঁঠাল পাড়তে গিয়েছিলেন। তখনই একটি কাঁঠাল তাঁর মাথায় ভেঙে পড়ে। তাঁর শিরদাঁড়ার হাড়ে আঘাত লাগে। হাত ও পায়ে আঘাত লাগে। অস্ত্রোপচারের প্রয়োজন ছিল। প্রোটোকল মেনে অস্ত্রোপচারের আগে কোভিড-১৯ পরীক্ষা করা হয়। তখনই নমুনা পরীক্ষা করে জানা যায় তাঁর রিপোর্ট পজিটিভ।’


ডাক্তার আরও জানিয়েছেন, ‘অটোচালকের করোনার উপসর্গ ছিল। কিন্তু কোথাও ঘুরে আসা বা সে রকম কারও সংস্পর্শে আসার রেকর্ড তাঁর নেই। তাঁর অটোর কোনও যাত্রীর থেকে তিনি ভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না, তা এখনই বোঝা যাচ্ছে না। আমরা সবদিক খতিয়ে দেখছি।’ ওই অটোচালকের পরিবারকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে।

গত দু দিনে কেরালায় ১০৪ জনের শরীরে ধরা পড়েছে করোনা। দেশে রোজই নিজের রেকর্ড নিজে ভাঙছে করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় এই মারণ ভাইরাসে ভারতে আক্রান্ত হয়েছেন ৬,৭৬৭ জন। একদিনে আক্রান্ত হওয়ার নিরিখে এটাই সর্বাধিক। এর ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩১,৮৬৮। এই নিয়ে পরপর তিনদিন সর্বাধিক আক্রান্তের রেকর্ড ভাঙল কোভিড-১৯। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক মেডিক্যাল বুলেটিনে জানিয়েছে, দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৮৬৭।

স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা জানিয়েছেন, ওই অটোচালকের পরিবারের সদস্যদের কোয়রান্টিনে রাখা হয়েছে। পাশাপাশি, তাঁর সংস্পর্শে আসা লোকজনেরও খোঁজখবর করা হচ্ছে।

দেশের অন্য রাজ্যের তুলনায় কেরলের করোনা-পরিস্থিতি সন্তোষজনক হলেও গত চার দিনে সে রাজ্যে ১০৪ জন করোনা-পজিটিভের সন্ধান পাওয়া গিয়েছে। তবে কী ভাবে ওই অটোচালকের দেহে সংক্রমণ ঘটল, তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতরও। যদিও কেরল সরকারের দাবি, রাজ্যে গোষ্ঠী সংক্রমণ হয়নি।

সম্পর্কিত খবর