দিনে ৮ ঘন্টা কাজ, বাকি ১৬ ঘন্টা স্ত্রীর সঙ্গে যাপন, প্রকাশ‍্যে শাহরুখের কেরিয়ায় শুরুর সময়ের ভিডিয়ো

বাংলাহান্ট ডেস্ক: শাহরুখ খান, নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে গালে টোল পড়া একটা হাসি বা ম‍্যান্ডোলিনের সেই অতি পরিচিত সুর অথবা দুহাত  ছড়িয়ে সেই ‘আইকনিক’ পোজ। কি ঠিক বললাম তো? সাধে কি তাঁর নাম হয়েছে কিং খান? তবে এই নামটার সঙ্গে শুধুই যে সাফল‍্য জড়িয়ে আছে তা কিন্তু নয়। ওই মানুষটাকেও বহু চড়াই উতরাই পেরোতে হয়েছে। তারপর তিনি হয়েছেন বলিউডের বাদশা। ঠিক কেমন ছিল সেই শুরুর দিনগুলো। অভিনেতা নিজেই অনেকটা বলেছেন। এবার প্রকাশ‍্যে এল সেই সময়ের একটি ভিডিয়ো। শাহরুখ অভিনীত ‘রাজু বন গয়া জেন্টলম‍্যান’ ছবির শুটিংয়ের সময়কালীন একটি সাক্ষাৎকারের ভিডিয়ো প্রকাশ‍্যে এসেছে। ছবির শুটিংয়ের ফাঁকে কীভাবে স্ত্রী গৌরীর জন‍্য সময় বের করতেন সেই সম্পর্কে কথা বলেছেন কিং খান।

একটি সংবাদ মাধ‍্যম থেকে করা হয় এই সাক্ষাৎকার। সাংবাদিককে প্রশ্ন করতে শোনা যায় এখন ধারাবাহিকে কাজ পেলে শাহরুখ করবেন কিনা? উত্তরে অভিনেতা জানান, যে তিনি আর সময় পান না। ছবির শুটিংয়ে খুবই ব‍্যস্ত থাকেন তিনি। দিনে একটা শিফটে কাজ করেন। কখনও সকাল ৯টা থেকে রাত ৯টা আবার কখনও দুপুর ২টো থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করেন তিনি। দিনে ৮ ঘন্টা কাজ করেন। বাকি ১৬ ঘন্টা স্ত্রীর সঙ্গে কাটান। তবে রবিবার তিনি কোনও কাজ করেন না। ওই দিনটা পরিবারের সঙ্গেই কাটান শাহরুখ।

images 13 8

সাক্ষাৎকারে দেখা যায় শুটিংয়ের ফাঁকেই গৌরীর সঙ্গে সময় কাটাচ্ছেন শাহরুখ। জুহি চাওলা ও নানা পাটেকরের সঙ্গে ‘রাজু বন গয়া জেন্টলম‍্যান’ ছবির শুটিং করতেও দেখা যায় তাঁকে পাশাপাশি তাঁর আরও কয়েকটি ছবির কাহিনিও দর্শকদের সঙ্গে শেয়ার করে নেন কিং খান।টেলিভিশনে ‘সার্কাস’ ও ‘ফৌজি’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পা রাখেন শাহরুখ খান। তারপর প্রবেশ করেন বড়পর্দায়। আর সিনেমায় আসার সঙ্গে সঙ্গেই একের পর এক হিট ছবি দর্শককে উপহার দিয়ে গিয়েছেন তিনি। ১৯৯২ সালে মুক্তি পায় ‘রাজু বন গয়া জেন্টলম‍্যান’। শাহরুখের কেরিয়ারে অন‍্যতম জনপ্রিয় ছবি এটা।
এই মূহূর্তে অভিনয় থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন কিং খান। তাঁর শেষ ছবি ‘জিরো’র বক্স অফিসে ভরাডুবির পরেই এই সিদ্ধান্ত নেন তিনি। তবে তাঁর প্রযোজনা সংস্থার কাজ চলছে পুরোদমে। তিনি নিজেও ব‍্যস্ত রয়েছেন নতুন নতুন চিত্রনাট‍্য পড়া ও শোনার কাজে। তবে শাহরুখ অনুরাগীদের আশা খুব শীঘ্রই পর্দায় ফিরবেন বাদশা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর