আপনার করোনা হয়ে গেছে- ডাক্তারকে বললেন প্রতিবেশী, চিকিৎসক দিলেন পাল্টা জবাব

গুজরাটে এক মহিলার ডাক্তার যার নাম সঞ্জীবনি তিনি অনেক দিন ধরে হাসপাতালে করোনা রোগীদের দেখভাল করছিলেন। আর এই বিষয় প্রতিবেশীরা ভালো চোখে নেয় নি। এবার বিষয় হলো তিনি এই ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করে। একদিন বাড়ি ফেরার পথে তার প্রতিবেশীদের এক জন বলেন এদিকে এলেন আপনি হাসপাতালের থেকে।

তার পর ডাক্তার সঞ্জীবনির কুকুর দেখে চিৎকার করে লক ডেকে বলেন যে কুকুর কামড়াতে আসছে। এর পরে আবার সঞ্জীবনি খবর দেয় থানায়। সঞ্জীবনি বলেন যে রাস্তায় এভাবেই হেনস্থা হতে হলো করোনা বিরুদ্ধে লড়াই করে কি অন্যায়। গোটা বিষয় পুলিশ ক্ষতিয়ে দেখছে।প্রায় ৭৪ হাজার মানুষ এই রোগের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১৩ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন।

নভেল করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী।

আর চীনের উহানে পরে ইরানে এই রোগের প্রকোপ বেশী বেড়ে গেছিলো।ভারতের অবস্থা খারাপ দিকে যাচ্ছে।করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। আর এখনো তা আরো বাড়ানোর নিদান দেওয়ার হয়েছে বলে জানা গিয়েছে।

সম্পর্কিত খবর