জম্মু কাশ্মীরের অনন্তনাগে গ্রেনেড হামলা, গুরুতর আহত অবস্থায় দশ জনকে ভর্তি করানো হল হাসপাতালে

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের অনন্তনাগে শনিবার সকালে জঙ্গিরা জেলা প্রশাসক সদর দফতরে গ্রেনেড হামলা করে। এই হামলায় ১০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। পুলিশ আধিকারিক জানান, অনন্তনাগের ডিসি অফিসের বাইরে সেনা জওয়ানদের নিশানা করে জঙ্গিরা গ্রেনেড হামলা করে। এই হামলায় সেখান উপস্থিত মানুষেরা গুরুতর আহত হন। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনার পর সেনা গোটা এলাকাকে চারিদিক থেকে ঘিরে ফেলে জঙ্গিদের তল্লাশি অভিযান শুরু করেছে।

এবছরের ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ পাক সমর্থিত জঙ্গিরা ঠিক এমনই হামলা করে সিআরপিএফ এর ৪০ জন জওয়ানকে শহীদ করেছিল। এবারও এরকমই নাশকতা চালানোর ষড়যন্ত্র করছে পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠন গুলো। আর গোপন সুত্রে খবর পাওয়া পর, কাশ্মীর এবং গোটা দিল্লীতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

জঙ্গিদের উদ্দেশ্যে তল্লাশি চালাচ্ছে সেনা জওয়ানরা। একদিন আগেই জম্মু কাশ্মীরের কিশতওয়ারা থেকে চারজন হিজবুলের জঙ্গিকে গ্রেফতার করেছে সেনা। ধৃত চারজনই জম্মু কাশ্মীরের স্থানীয় বাসিন্দা। ধৃতদের থেকে আরও তথ্য পাওয়ার জন্য তাঁদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সেনার অফিসারেরা।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর