অন্ধ্রপ্রদেশে ৪৩ জন মরকজ ফেরতের মধ্যে করোনার সংক্রমণ

বাংলা হান্ট ডেস্কঃ অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) থেকে আজ ৪৩ টি নতুন মামলা সামনে এসেছে। সবথেকে বড় কথা হল, সব রোগী নিজামুদ্দিন মরকজ (Nizamuddin Markaz) সভায় অংশ নেওয়ার পর অন্ধ্র প্রদেশে ফেরত এসেছিল। মুখ্যমন্ত্রী কার্যালয় এই তথ্য জানিয়েছে। মুখ্যমন্ত্রী কার্যালয় জানিয়েছে যে, রাজ্যে আজ মোট ৪৩ টি নতুন মামলা সামনে এসেছে। এই ৪৩ জনই নিজামুদ্দিন মরকজে যোগ দিয়ে রাজ্যে ফিরে এসেছিল। এর আগে মঙ্গলবার ১৬ জন যারা মরকজ থেকে রাজ্যে এসেছিল, তাঁদের মধ্যে করোনার উপসর্গ পাওয়া যায়।

   

আপনাদের জানিয়ে দিই, অন্ধ্রপ্রদেশ থেকে দিল্লীর মরকজে যুক্ত হওয়ার জন্য ৩৬৯ জন গেছিল। যাঁদের মধ্যে কাল ১৬ আর আজ ৪৩ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। তাবলীগ জামাতের মজলিসে অংশ নেওয়া ১০ রোহিঙ্গাকে জম্মুর নরবাল থেকে পাকড়াও করা হয়েছে। শোনা যাচ্ছে যে, তাঁরা ১৮ই মার্চ থেকে জম্মুতে নিজেদের পরিচয় গোপন করে ঘুরে বেরাচ্ছিল। তাঁদের মধ্যে পাঁচ জনের মধ্যে করোনা পাওয়া গেছে। প্রশাসন সবাইকে হাসপাতালে পাঠিয়েছে।

নিজামুদ্দিনের এই ঘটনার পর কেন্দ্র আর রাজ্য সরকার গুলোর রাতের ঘুম উড়ে গেছে। এই জনসায় অংশ নেওয়ার পর সবাই দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রের আহমেদনগর থেকে ৩৪ জন এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল। পুলিশ এদের সবাইকে মঙ্গলবার পাকড়াও করে হাসপাতালে ভর্তি করিয়েছে। সবার রক্তের স্যাম্পেল করোনার চিকিৎসার জন্য পাঠানো হয়। তাঁদের মধ্যে দুজনের শরীরে করোনার লক্ষণ পাওয়া গেছে।

নান্দের জেলার ১৩ জন নিজামুদ্দিনের অনুষ্ঠানে অংশ নিয়েছিল। দিল্লী পুলিশ নান্দের জেলায় এই তথ্য জানিয়েছে। নান্দের জেলার পুলিশ ১৩ জনের মধ্যে একজনের তথ্য পেয়েছে। সে নান্দেরের হিমায়ত নগরের বাসিন্দা। তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ বাকি ১৩ জনের খোঁজ করছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর