নজিরবিহীন ঘোষণা অন্ধ্র সরকারের!রাজ্যবাসীদের জন্যে ৭৫% কর্মসংরক্ষণ

বাংলা হান্ট ডেস্ক: দেশের প্রথম রাজ্য হিসেবে অন্ধ্র নতুন দিশা দেখার।সোমবার অন্ধ্রপ্রদেশের বিধানসভায় বেসরকারি চাকরি সংরক্ষণ বিল পাশ করা হল সরকারের তরফ থেকে। 

জানা গেল 2019-এর অধীনে আগামী দিনে রাজ্যের যে কোনও বেসরকারি চাকরিতেও স্থানীয় বাসিন্দাদের ৭৫ শতাংশ কর্মসংরক্ষণ করা হল। ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, কারখানা, জয়েন্ট ভেঞ্চার থেকে শুরু করে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ—সবই পড়বে এই নয়া আইনের অধীনে।এই নয়া আইন কার্যকর হওয়ার তিন বছরের মধ্যেই প্রত্যেক সংস্থাকে প্রতি তিন মাসে একটি রিপোর্ট পাঠাতে হবে কেন্দ্রীয় দফতরে যেখানে নির্দিষ্ট করে বলা থাকবে, কতজন স্থানীয়কে চাকরি দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, বেশ কিছু রাজ্য সরকার স্থানীয়দের জন্যে কর্ম সংরক্ষণের কথা বললেও এখনও পর্যন্ত কেউই তা বাস্তবায়িত করেনি। ২০১৮ সালের নির্বাচন জিতে ক্ষমতায় এসে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথও বলেছিলেন রাজ্যবাসীদের জন্যে ৭০ শতাংশ কর্ম সংরক্ষণ নিশ্চিত করবেন। নিঃসন্দেহে এ এক কল্যাণকর ঘোষণা।

সম্পর্কিত খবর