ঢিল ছুঁড়ে বেড়াল তাড়ানোর মতো সাকিবকে তাড়ানো হবে শ্রীলঙ্কা থেকে! হুমকি দিলেন এই তারকা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মাত্র দুই দিন আগে বিশ্ব ক্রিকেটে প্রথমবারের মতো কোনও ক্রিকেটারের টাইমড আউট হওয়ার ঘটনা দেখেছে ক্রিকেট বিশ্ব। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (Bangladesh vs Sri Lanka) ম্যাচে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান (Shakib Al Hasan) তিন মিনিটের মধ্যে শ্রীলঙ্কার ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস (Angelo Mathews) ব্যাটিং করতে প্রস্তুত না হওয়ার জন্য আম্পায়ারের কাছে আপিল করেন এবং আম্পায়ার শ্রীলঙ্কার ক্রিকেটারকে আউট ঘোষণা করেন। এরপর এই ঘটনা নিয়ে তোলপাড় হয়ে যায় গোটা ক্রিকেট বিশ্ব।

এই ঘটনার প্রতিক্রিয়ায় পরে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছিলেন যে ওভাবে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে আউট করা ঠিক হয়েছে কিনা তিনি জানেন না, কিন্তু তিনি মনে করে নিয়েছিলেন যে দলের জন্য তিনি যুদ্ধ করতে নেমেছেন। আর যুদ্ধে দলকে জেতানোর জন্য তিনি সবকিছু করতে পারেন।

shakib sri lanka

কিন্তু বিশ্ব ক্রিকেটে এমন ভাবে প্রথমবার আউট হওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউস ব্যাপারটিকে একেবারেই ভালোভাবে দেননি। তিনি ম্যাচের পর সাকিব আল হাসান এবং বাংলাদেশ নোংরা ক্রিকেট খেলেছে বলে মোট মন্তব্য করেন। সেই সঙ্গে তিনি এটাও জানিয়ে দেন যে সাকিব আল হাসানকে তিনি আগে পছন্দ করতেন কিন্তু এখন আর বাংলাদেশ অধিনায়কের প্রতি তার কোনও শ্রদ্ধা অবশিষ্ট নেই।

আরও পড়ুন: সচিনের রেকর্ড ভাঙা হয়ে গেছে! এবার বিশ্বকাপেই এবি ডিভিলিয়ার্সের রেকর্ড ভাঙবেন রোহিত

এবার এই গোটা ব্যাপারটা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউসের দাদা ট্রেভেন ম্যাথিউস। তার ভাই সেদিন মাঠে সাকিবকে আউট করে বদলা দেওয়ার পরও যথেষ্ট কটু কথা বলেছিলেন বাংলাদেশকে উদ্দেশ্য করে। কিন্তু এবার সকল মাত্রা অতিক্রম করে গেলেন শ্রীলঙ্কা দলের তারকা অলরাউন্ডারের দাদা।

আরও পড়ুন: আমি যা বলবো, মুখের ওপর বলবো! ফের একবার কোহলিকে নিয়ে বিস্ফোরক গৌতম গম্ভীর

তিনি বলেছেন, “শ্রীলঙ্কার মাটিতে আর বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান স্বাগত নয়। তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আসুক বা লঙ্কান প্রিমিয়ার লিগ, দেশের সাধারণ মানুষ তাকে এখান থেকে ঢিল মেরে তাড়াবে।” যদিও সাকিবের তরফ থেকে এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া এখনো অবধি জানা যায়নি।

 


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর