বদলা নিলেন ম্যাথিউস! সাকিবকে ফিরিয়ে ইঙ্গিত করলেন ঘড়ির দিকে, তবু শ্রীলঙ্কাকে প্রথম হারালো বাংলাদেশ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজকের শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ (Bangladesh vs Sri Lanka) ম্যাচ ছিল আপাত গুরুত্বহীন। খাতায় কলমে শ্রীলঙ্কা বিশ্বকাপের (2023 ODI World Cup) সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকলেও তারা তেমনটা করে দেখাতে পারবেন এটা কেউই আশা করেন না। অপরদিকে বাংলাদেশ লড়াই করছে যোগ্যতা অর্জনের জন্য। কিন্তু সেই ম্যাচে বাড়তি মাত্রা দিল সাকিব আল হাসান (Shakib Al Hasan) এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসের (Angelo Mathews) দ্বন্দ্ব।

এই ম্যাচে ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের জন্য কোনও ক্রিকেটারকে টাইমড আউট হতে দেখলো বিশ্ব। সাকিব আল হাসান প্রথম ইনিংসে আউট করেছিলেন শ্রীলঙ্কার সামারাবিক্রমাকে। আর এরপরে হেলমেটের সমস্যার কারণে ব্যাটিং শুরু করতে দুই মিনিটের বেশি সময় নিয়ে ফেলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

   

এরপর আম্পায়ারের কাছে সাকিব অ্যাপিল করতেই তিনি ম্যাথিউসকে আউট ঘোষণা করেন। হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকেন শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার। তিনি সাকিবের কাছে বিষয়টি বোঝাতে চান যে তার হেলমেটে সমস্যা হচ্ছিল। কিন্তু সাকিব সোজাসুজি আম্পায়ারের দিকে ইঙ্গিত করে দেন। পরে আম্পায়ার ইয়ান বিশপ জানান যে তিনি দুইবার বাংলাদেশ অধিনায়কের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে তার আউটের আপিলটি তিনি প্রত্যাহার করতে চান কিনা। কিন্তু সাকিব তাতে রাজি হননি।

এরপর চলতি বিশ্বকাপে নিজের প্রথম শতরান করে টালমাটাল শ্রীলঙ্কাকে সামনে বাংলাদেশের সামনে ২৮০ রানের লক্ষ্যমাত্রা রাখতে সাহায্য করেন আশালঙ্কা। এরপর তানজিদ ও লিটনকে তাড়াতাড়ি ফেরালেও সাকিব আল হাসান এবং নাজমুল শান্তর জুটি ১৬৯ রান যোগ করে বাংলাদেশের হাতে ম্যাচ নিয়ে আসেন।

মাত্র ৭ রানের মাথায় অ্যাঞ্জেলা ম্যাথিউসের বলে শাকিব আল হাসান এর ক্যাচ ফেলে ছিল শ্রীলংকার ফিল্ডার। অনেকেই মনে করছেন সেখানে শাকিবের ক্যাশটা নিতে পারলে দ্রুত ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ চাপে পড়েছে তো এবং ম্যাচটা অন্যরকম হতে পারত। কিন্তু শেষ পর্যন্ত ৬৫ বলে ৮২ রানের ইনিংস খেলে ম্যাচের হাতেই আউট হন সাকিব। তাকে আউট করে নিজের ঘড়ির দিকে ইঙ্গিত করেন ম্যাথিউস। ম্যাচ জিততে না পারলেও বদলাটা নিয়ে নিলেন তিনি। এরপর নাজমুল শান্তকেও ৯০ রানের ব্যক্তিগত স্কোরে ড্রেসিংরুমে ফেরান ম্যাথিউস। শেষ দিকে মধুশঙ্কাও বেশ কিছুটা বিপদ বাড়াচ্ছিলেন বাংলাদেশের। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। আগ্রাসী ব্যাটিং করে তরুণ প্রতিভাবান তৌহিদ হৃদয় বাংলাদেশকে জয় এনে দেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর