স্কুলের ল্যাবেই সম্ভাব্য করোনার ওষুধ, তাক লাগাল ১৪ বছরের ভারতীয় কিশোরী

এই মুহুর্তে সারা বিশ্বের মানুষ চাতক পাখির মতো চেয়ে আছে করোনার (corona virus) প্রতিষেধকের দিকে। করোনার প্রতিষেধক নিয়ে গবেষনা শুরু হলেও তেমন ভাবে করোনার ওষুধ নিয়ে উল্লেখযোগ্য গবেষণা শুরু হয় নি। এরই মধ্যে সম্ভাব্য একটি করোনার ওষুধ আবিস্কার করে ফেলল ১৪ বছরের ভারতীয় কিশোরী।

   

টেক্সাসের ভারতীয় বংশোদ্ভূত কন্যা অনিকা চেবরোলুর আবিস্কৃত এই যৌগটি করোনার প্রোটিনের সাথে যুক্ত হয়ে দুর্বল করে দিতে পারে বলে জানা যাচ্ছে। এরই পুরস্কার হিসাবে সে পেয়েছে ‘২০২০ থ্রিএম ইয়ং সায়েন্টিস্ট চ্যালেঞ্জ’ বিজয়িনীর তকমা। পাশাপাশি পেয়েছে ২৫ ডলার অর্থপুরস্কারও।

জানা গেছে, অষ্টম শ্রেনিতে পড়তে পড়তেই সে ওই গবেষণা জমা দিয়েছিল৷ যদিও তখন তার গবেষণার বিষয় করোনা নয় ছিল ইনফ্লুয়েঞ্জা। গত বছর মার্কিন মুলুকে এই রোগ ভয়াবহ আকার নেয়৷ পরবর্তীকালে সারা বিশ্বে যখন করোনা অতিমারির আকার নেয় তখন মেন্টরের সাহায্যে সে গবেষণার লক্ষ্য ইনফ্লুয়েঞ্জার বদলে সার্স কোভ ২ করে।

অনিকা এই মুহুর্তে স্কুল ছাত্রী। ভবিষ্যতে চিকিৎসা শাস্ত্র নিয়ে গবেষনা করতে চায় সে। করতে চায় অধ্যাপনাও। আপাতত তার আবিস্কৃত এই যৌগটি অতিমারির মার থেকে বিশ্বকে বাঁচায়, সেটিই হবে তার স্বপ্নপূরণ।

 

 

সম্পর্কিত খবর