জনতা কার্ফুকে সমর্থন করে থালা বাজালেন শিল্পপতি অনিল আগরবাল, ১০০ কোটি টাকা অনুদানের ঘোষণাও করলেন তিনি

বাংলা হান্ট ডেস্কঃ ভেদান্তা রিসোর্সেস লিমিটেড এর সংস্থাপক আর চেয়ারম্যান অনিল আগরবাল (Anil Agarwal) রবিবার বলেন, উনি করোনা ভাইরাস মহামারীর সাথে মোকাবিলার জন্য ১০০ কোটি টাকা দেবেন। এই তথ্য উনি নিজের ট্যুইটার অ্যাকাউন্টে দেন। উনি বলেন এই সঙ্কটের সময়ে দেশের সাথে আর দেশের পাশে আছি আমি। যখন দেশের দরকার পড়বে তখন আমাদের এগিয়ে আসতে হবে।

অনিল আগরবাল বলেন, ‘করোনা ভাইরাসের মহামারীর সাথে মোকাবিলা করার জন্য আমি ১০০ কোটি টাকা দেবো। #DeshKiZarooratonKeLiye এর জয় আমি সংকল্প নিয়েছি। এই সময় যখন দেশের প্রয়োজন আমাদের। অনেক মানুষ সমস্যার সন্মুখিন হচ্ছেন। বিশেষ করে আমি তাঁদের জন্য বেশি চিন্তিত যারা শ্রমিকের কাজ করে। তাঁদের জন্য এটা আমাদের ছোট একটি সাহায্য।”

চীনের বুহান শহরে প্রথম করোনা ভাইরাসের মামলা সামনে এসেছিল। এবার এটা গোটা বিশ্বকে নিজের আওতায় নিতে চলেছে। রবিবার রাত পর্যন্ত ৩৪০ জনের বেশি COVID-19 এ আক্রান্ত হয়েছে। গোটা বিশ্বে এখনো পর্যন্ত ৩ লক্ষের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আপনাদের জানিয়ে দিই, রবিবার ডিজিট্যাল পেমেন্ট কোম্পানি Paytm এর সংস্থাপক বিজয় শেখর শর্মা এই মহামারীর সাথে মোকাবিলার জন্য পাঁচ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। এছাড়াও মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রাও (Anand Mahindra) এক মাসের বেতন দেওয়ার কথা ঘোষণা করেছেন। মহিন্দ্রা জানিয়েছেন, আগামী দিনেও উনি কিছু কিছু করে উনি সাহায্য দেবেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর