ব‍্যাগ থেকে একশো টাকা চুরি করে ধরা পড়েছিলেন, মাকে হারানোর দশ বছর পর স্মৃতিচারণ অনিন্দ‍্যর

বাংলাহান্ট ডেস্ক: এক দশক হয়ে গেল মা পাশে নেই অভিনেতা অনিন্দ‍্য চট্টোপাধ‍্যায়ের (anindya chatterjee)। দশ বছর আগে এই দিনেই মাকে চিরতরের জন‍্য হারিয়েছিলেন অভিনেতা। কিছু কিছু শূন‍্যস্থান চিরদিন ফাঁকা হয়েই থেকে যায়। সে জায়গা পূরণ করতে পারে না কেউই। জীবনে মায়ের জায়গাটাও এমনি। মায়ের মতো মানুষ অনেকে থাকলেও, মা একজনই। এই দশ বছরে সেটা বারংবার অনুভব করেছেন অনিন্দ‍্য।

২০১১ সালের ১৮ সেপ্টেম্বর প্রয়াত হন অভিনেতার মা। দশ বছর ধরে মায়ের স্মৃতি মনে লালন করে চলেছেন অনিন্দ‍্য। এদিন তার মধ‍্যে থেকেই কিছু স্মৃতি শেয়ার করে একটি আবেগঘন পোস্ট করেছেন তিনি সোশ‍্যাল মিডিয়ায়। মাকে কতটা মিস করেন তা অনিন্দ‍্যর এই লেখার প্রতিটি লাইনেই ফুটে উঠেছে।


তিনি লিখেছেন, “মা দুশোটা টাকা দেবে ? বাবা দিচ্ছে না । একটু বন্ধুদের সাথে বেরোবো। ” তুমি রাতে খেয়ে নিও আমার একটু রাত হবে। কিন্তু সেই  এগোরাটা না বাজতেই ফোন, কি রে আসবি না ? না খেয়ে বসে আছি তো। আমার ব্যাগ থেকে একশো টাকা কি তুই নিয়েছিস? চোর কোথাকার। এই কথা গুলো না বলতে পারার দশ বছর। এখনো মনে হয় এই তো সেদিন।’

অনুরাগীরা সান্ত্বনা দিয়েছেন অনিন্দ‍্যকে। তাঁদের কথায়, অভিনেতার মা সব সময় তাঁর পাশেই রয়েছেন। নজর রাখছেন তিনি ভাল আছেন কিনা। সকলেই তাঁকে বলেছেন নিজের খেয়াল রাখতে। তিনি ভাল থাকলেই মা ও ভাল থাকবেন।

কয়েক মাস আগেই পথদুর্ঘটনার কবলে পড়েছিলেন অনিন্দ‍্য। বাইপাসে একটি গাড়ি পেছন থেকে এসে ধাক্কা মারে তাঁকে। শরীরের নিম্নাংশে কিছু টিস‍্যুর মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানিয়েছিলেন অনিন্দ‍্য। কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পর ফের কাজে ফিরেছেন তিনি। সকাল সকাল আবার সাইকেল নিয়ে শহরও চষে বেড়াচ্ছেন।

প্রথমে সিরিয়াল আর এখন বেশ কয়েকটি সিনেমায় নিজের অভিনয় প্রতিভা দেখিয়েছেন অনিন্দ‍্য। ‘বেলাশেষে’ ছবিতে দারুন অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন তিনি। বেলাশেষের সিক‍্যুয়েল ‘বেলাশুরু’তেও অভিনয় করছেন অনিন্দ‍্য।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর