পুজো মিটতেই করোনা আক্রান্ত অনির্বাণ, বাড়িতেই রয়েছেন আইসোলেশনে

বাংলাহান্ট ডেস্ক: পুজো মিটতেই চোখ রাঙাচ্ছে করোনা। ভাইরাসে এবার আক্রান্ত হলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (anirban bhattacharya)। বেশ কিছুদিন ধরে নাকি করোনা আক্রান্ত হয়েছেন তিনি। তবে চিন্তার কোনো কারণ নেই। কারণ অনির্বাণ উপসর্গহীন। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অভিনেতা।

সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, প্রায় ১২ দিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন অনির্বাণ। দূর্গাপুজোর পঞ্চমীতে নিজের অভিনীত নতুন ছবি ‘গোলন্দাজ’ এর প্রিমিয়ারে গিয়েছিলেন তিনি। উপস্থিত ছিলেন দেব, ইশা সাহাও। ওই প্রিমিয়ার থেকে এসেই নাকি অসুস্থ বোধ করতে শুরু করেন অনির্বাণ।

করোনা পরীক্ষা করা হলে ধরা পড়ে তিনি আক্রান্ত হয়েছেন ভাইরাসে। তবে তাঁর কোনো উপসর্গ নেই। তাই বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অভিনেতা। চিকিৎসকের পরামর্শ মেনে চলছে খাবার, ওষুধপত্র। আরেকটি ভাল খবর হল অনির্বাণের পরিবারের কারোর এখনো ধরা পড়েনি করোনা।

সম্প্রতি বলিউডি ছবিতে পা রেখেছেন অনির্বাণ। বেশ কিছুদিন ধরে কানাঘুঁষো শোনা যাচ্ছিল রানির আগামী ছবি ‘মিসেস চ‍্যাটার্জি ভার্সেস নরওয়ে’তে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখতে চলেছেন তিনি। অগাস্টের শুরুর দিকেই ছবির টিমের সঙ্গে নরওয়ে উড়ে গিয়েছিলেন তিনি।

এর আগে কানাডা যাওয়ার খবর রটার পর সংবাদ মাধ‍্যমকে অনির্বাণ বলেছিলেন, তিনি কোথাও যাচ্ছেন না। এটা সম্পূর্ণ একটি ভুয়ো খবর। টলিউডেও একাধিক ছবি হাতে রয়েছে অভিনেতার। পরিচালক সৃজিত মুখার্জির ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র আতর আলি চরিত্রে অভিনয় করেছেন তিনি। গোলন্দাজের আগেই মুক্তি পেয়েছে বিরসা দাশগুপ্তের ‘মুখোশ’ ছবিটিও। এছাড়া হইচই তে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘চোরাবালি’ উপন্যাস নিয়ে তৈরি সিরিজে ফের দেখা যাবে ব‍্যোমকেশ বক্সী রূপী অনির্বাণকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর