অবসর নেওয়ার মানুষ নন বেলা বোসের প্রেমিক, নিজের গোয়েন্দা সিনেমা নিয়ে ফিরছেন অঞ্জন দত্ত

বাংলাহান্ট ডেস্ক: সিনেমা এবং সঙ্গীত প্রেমী বাঙালি যদি হন তাহলে অঞ্জন দত্তের (Anjan Dutt) প্রতি একটা আলাদা ভালবাসা থাকবেই। ‘টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন’, বাঙালি সব ভুলে যেতে পারে কিন্তু এই নম্বরগুলো ভুলবে না। এই ফোন নম্বরের মালকিন বেলা বোসের সঙ্গে তো অঞ্জন দত্তই আলাপ করিয়েছিলেন। ‘রঞ্জনা আমি আর আসব না’ বলে প্রজন্মের পর প্রজন্মকে নাচাতে পারেন তিনিই।

গানের পাশাপাশি সিনেমাতেও অঞ্জন দত্তের অবদান অনস্বীকার্য। বাঙালির প্রিয় পাহাড়কে বার বার ফিরিয়ে এনেছেন তিনি নিজের সিনেমায়। আসলে তিনি নিজেও যে দার্জিলিংপ্রেমী। ছোটবেলায় কাটানো সময়গুলোতে বারে বারে ফিরে যেতে চান তিনি। এভাবেই একে একে উপহার দিয়েছেন ‘বো ব্যারাকস ফর এভার’, ‘দত্ত ভার্সেস দত্ত’, ‘ম্যাডলি বাঙালি’, ‘দ্য বং কানেকশন’ এর মতো ছবি।

anjan dutt

গায়ক অঞ্জন দত্তের অভিনয় শুরু থিয়েটারের মঞ্চ থেকে। বড়পর্দায় পা রাখেন মৃণাল সেন পরিচালিত ‘চলচ্চিত্র’ ছবির হাত ধরে। প্রথম ছবিতেই সেরা নবাগত অভিনেতা হিসাবে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছিলেন অঞ্জন দত্ত। সেই শুরু। নির্বাক, চিত্রাঙ্গদা, মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার, সাহেব বিবি গোলাম, উমার মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

গতকাল ১৯ জানুয়ারি ৬৯-এ পা দিলেন অঞ্জন দত্ত। এখনো একভাবে কাজ করে চলেছেন তিনি। উপরন্তু বৈচিত্র্য আনছেন নিজের কাছে। জন্মদিনেই দর্শক, অনুরাগীদের জন্য সুখবর দিলেন তিনি। নিজস্ব গোয়েন্দা সিনেমা ‘রিভলবার রহস‍্য’ নিয়ে আসতে চলেছেন তিনি খুব শীঘ্রই।

শুটিংয়ের দুটি ছবি শেয়ার করে অঞ্জন দত্ত লিখেছেন, ‘আমার ২৫ বছর বয়স থেকে আজ অব্দি। আমাকে এতদিন ধরে আমার নানা কাজের মধ্যে দিয়ে বাঁচিয়ে রেখেছেন আপনাদের আগের প্রজন্ম আর আপনারা।কিছু মূল্যবান, কিছু স্বীকৃতি, কিছু ভুল… নানা ব্যর্থতা এবং সাফল্যেরর মধ্যে দিয়ে। চলেছি।’

anjan dutt
এরপরেই তিনি লেখেন, ‘গত এক বছর ধরে, আবার নতুন কিছু করার তাগিদে গপ্পো লিখে, সেই গপ্পো প্রকাশ করে, তার থেকেই আমার নিজের গোয়েন্দার সিনেমা। আরো একটা বই প্রকাশ হতে চলেছে আগামী বইমেলায়। সেই নতুন গোয়েন্দা ফিল্ম রিলিজ করতে চলেছি আগামী ৩”রা ফেব্রুয়ারি। আপনারা এগিয়ে এসে সেই নতুন কিছু কে দাঁড় করিয়ে দিতে পারেন। আপনারাই পারেন। যদি প্রথম সপ্তাহ হল ভরাতে পারি, তাহলে ফিল্ম টা কিছুদিন হলে চলবে। বাজেটের কিছু টাকা উঠে এলে, আমি আবার সেই গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজি নিয়ে আরো একটা ফিল্ম করতে পারবো।’

বয়স বেড়েছে, সেকথা স্বীকার করেই তাঁর বক্তব্য, অবসর নেওয়ার মানুষ নন তিনি। বরং দর্শকদের জন্যই নতুন কিছু করার চেষ্টায় থাকেন তিনি। কমেন্ট বক্সে উচ্ছ্বসিত ভক্তদের ঢল। বাঙালির ‘বব ডিলান’কে নতুন রূপে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন সকলেই।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর