শোকে আচ্ছন্ন মোহনবাগান, হারালেন প্রিয়জনকে, চলে গেলেন মিত্র

 

   

বাংলা হান্ট ডেস্ক : “আমরা জিতেছি আমরা চ্যাম্পিয়ন “হাজার হাজার মানুষ তখন ঘর ছেড়ে উত্তাল ঢেউএর মত আছড়ে পড়ছে রাস্তায় চলছে উদ্দাম নৃত্য। চোখেমুখে উৎসাহের মাদকতা। খেলোয়াড়দের জাতীয় সংগীতের মুখর হয়ে উঠেছে পাড়াগাঁ। কারণ এর নাম মোহনবাগান।

অনেকদিন অসুস্থ থাকার পর প্রয়াত হলেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র। তাদের মোহনবাগান এর কাছে এক যুগের অবসান অসুস্থতার কারণে বাইপাসের ধারে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে অনেকদিন ভরতি ছিলেন তিনি। শুক্রবার রাত ৩.১০ মিনিটে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  এই খবর পৌঁছাইতে অনেকেই শোকে আচ্ছন্ন হয়ে পড়েন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। শুক্রবার সকালে তাঁর মৃত্যুর খবর শুনে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা বাংলার ক্রীড়া মহল। শোকে মুহ্যমান হয়ে পড়েছেন মোহনবাগান ক্লাবের বর্তমান কর্তা থেকে সমর্থকরাও। বাতিল করা হয়েছে ক্লাবের অনুশীলনও। এর পরবর্তীতে তার মরদেহ নিয়ে কী করা হবে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে তা পরে জানানো হবে

সম্পর্কিত খবর