“পাপের ঘড়া পূর্ণ”, দেবচন্দ্রিমার পর এবার প্রিয়াঙ্কা, “টক্সিক বক্স” সায়ন্তকে নিয়ে বিষ্ফোরক আরেক প্রাক্তন

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে নেটপাড়ায় শুধু একটাই নাম ঘুরছে, সায়ন্ত মোদক (Sayanta Modak)। বাংলা ইউটিউব কমিউনিটির অতি পরিচিত মুখ তিনি, পাশাপাশি কিছু সিরিয়ালেও অভিনয় করেছেন। তবে বর্তমানে অন্য কারণে চর্চায় উঠে এসেছেন তিনি। প্রেমিকাদের শারীরিক ও মানসিক নির্যাতন, মিথ্যে দাবি করে ইমেজ বাঁচানোর মতো অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ইতিমধ্যেই কিরণ মজুমদার এবং দেবচন্দ্রিমা সিংহ রায় বিষ্ফোরক অভিযোগ এনেছেন সায়ন্তর (Sayanta Modak) বিরুদ্ধে। এবার তালিকায় জুড়লেন তাঁর আরেক প্রাক্তন প্রেমিকা প্রিয়াঙ্কা মিত্র।

বিতর্কের অপর নাম সায়ন্ত (Sayanta Modak)

শুরুটা হয় সায়ন্তর (Sayanta Modak) সাম্প্রতিকতম প্রাক্তন প্রেমিকা কিরণের একটি ভিডিও থেকে। সেখানে একগুচ্ছ অভিযোগ আনেন তিনি অভিনেতার বিরুদ্ধে। এমনকি একসময় তাঁর কথায় আভাস পাওয়া যায় যে, তাঁর গায়ে হাত তুলতেন সায়ন্ত (Sayanta Modak)। সেই ভিডিওর কমেন্ট বক্সে সায়ন্তর আরেক প্রাক্তন দেবচন্দ্রিমা জানতে চান, কিরণের গায়েও কি হাত তোলা হত? ওই ভিডিও নিয়ে বিতর্ক তুঙ্গে, তখনই পালটা ভিডিও করেন সায়ন্ত (Sayanta Modak)। দাবি করেন, কোনো প্রেমিকার গায়েই নাকি তিনি হাত তোলেননি। এই ভিডিওর পরেই আরো জ্বলে ওঠে বিতর্কের আগুন।

Another ex girlfriend of sayanta modak priyanka opened up

মুখ খুললেন প্রিয়াঙ্কা: একটি ভিডিওতে সরাসরি প্রাক্তন সায়ন্তকে (Sayanta Modak) চার্জ করতে দেখা যায় দেবচন্দ্রিমাকে। তিনি স্পষ্ট আভাস দেন, সায়ন্ত যে তাঁর গায়ে হাত তুলতেন তার প্রমাণ তাঁর সিরিয়াল ‘সাঁঝের বাতি’র দুটি এপিসোডেই পাওয়া যাবে। রয়েছে আরো প্রমাণ। পাশাপাশি তাঁর টাকায় মালদ্বীপ ঘুরে এসে টাকা ফেরত দেওয়ার ভয়ে আর যোগাযোগ না করার অভিযোগও তাঁর বিরুদ্ধে এসেছেন দেবচন্দ্রিমা। এবার নীরবতা ভাঙলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র, যাঁকে এর আগে প্রাক্তন সম্পর্কের ব্যাপারে বলতে গিয়ে ‘অসুস্থ প্রেম’ মন্তব্য করতে শোনা গিয়েছিল। এবার নিজের ইউটিউব চ্যানেল থেকে মুখ খুললেন প্রিয়াঙ্কা।

আরো পড়ুন: হুট করে ২ বছরের লাফ, নায়ক নায়িকার পুনর্মিলন, রাতারাতি গল্প বদলে গেল এই মেগায়!

কী বললেন ভিডিওতে: তিনি বলেন, ‘উপরে যিনি আছেন না, তিনি সবটা দেখছেন। পাপের ঘড়া পূর্ণ’। দেবচন্দ্রিমা মন্তব্য করেছিলেন, কিরণের ভিডিও দেখে তাঁর মনে হয়েছে, তিনি কয়েক বছর আগের নিজেকেই দেখছেন। প্রিয়াঙ্কার মুখেও শোনা গেল একই কথা। তবে তিনি জানান, তাঁর গায়ে হাত তোলেননি সায়ন্ত (Sayanta Modak)। তবে কে কাকে ছেড়েছিল, প্রতিটি সম্পর্কে কে ঠকায়, সব প্রমাণ তাঁর কাছে আছে। এতদিন তা সামনে আনেননি, এবার আনবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন প্রিয়াঙ্কা। সঙ্গে কিরণের মতো তিনিও দাবি করেছেন, তাঁর প্রাক্তন প্রেমিকের বন্ধুরা বিভিন্ন মেয়েদের নিয়ে এমনি কুরুচিকর আলোচনা করতেন যে তাঁর দম বন্ধ লাগত।

আরো পড়ুন : কামব্যাক করে “ফ্লপ” বেঙ্গল টপার নায়ক, ফের স্লটহারা সিরিয়াল, জলসাতেই ভরসা রাখলেন দর্শক

দেবচন্দ্রিমা ইতিমধ্যেই তাঁর ভিডিওতে ‘আল্টিমেটাম’ দিয়েছেন, ২৪ ঘন্টার মধ্যে কিরণের ড্রোন এবং মাইক তাঁর কাছে ফেরত দিতে হবে এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অফিশিয়াল চিঠি পাঠাবেন বলেও জানিয়েছেন তিনি। আর এবার প্রিয়াঙ্কাও কিরণের পাশে দাঁড়িয়ে স্পষ্ট বলেছেন, তাঁর ড্রোন এবং মাইক ফেরত দিতে। নয়তো যত প্রমাণ রয়েছে সব এবার প্রকাশ্যে আনা হবে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর