চুপিসারে আরেকটি স্টেশনের নাম বদলে গেল যোগীর রাজ্যে

বাংলাহান্ট ডেস্কঃ অবশেষে পরিবর্তীত হল উত্তরপ্রদেশ সরকার যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বারাণসীর মানদুয়াদিহ রেল স্টেশনের (Manduadih station) নাম। নতুন নাম দেওয়া হল বানারস (Banaras Railway Station)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় অঞ্চলের এই রেল স্টেশনের নাম পরিবর্তনের অনুমতি দিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল।

স্টেশনের নাম পরিবর্তনের আর্জি জানানো হয়
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে উত্তরপ্রদেশের রাজ্য সরকার মানদুয়াদিহ রেল স্টেশনের নাম বদলের আর্জি জানিয়েছিল। সেই আবেদনে সম্মতি জানিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বেশ কিছু গাইড লাইন ফলো করে, কিছু নিয়ম কানুন মেনে গত একমাস পূর্বেই এই প্রস্তাবে সম্মতি জানিয়ে নো অবজেকশন সার্টিফিকেটও জারি করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

642955 rail

পুরনো নাম বদলে রাখা হল নতুন নাম
১৮ ই আগস্ট মানদুয়াদিহ রেল স্টেশনের নাম বদলের আর্জিকে সম্মান জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বানারস নাম রাখার অনুমোদন দিয়েছে। স্টেশনের নাম বদলের জন্য খাতা কলমে কিছু নিয়ম বাকি আছে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল এ বিষয়ে ট্যুইট করে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সংসদীয় এলাকা বারাণসীর মানদুয়াদিহ স্টেশনটি বর্তমানে সমগ্র দেশের কাছে জনপ্রিয় ও বিখ্যাত নামের দ্বারা পরিচিত হবে। উত্তরপ্রদেশের রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের অনাপত্তি পত্রের পরিপ্রেক্ষিতে এই নাম বদলের পক্ষে রায় দিয়েছেন।

মানদুয়াদিহ রেলস্টেশনটিতে মোট আটটি প্ল্যাটফর্ম আছে। এই স্টেশনের উপর দিয়েই বারাণসী-নয়াদিল্লীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেন শিবাগঙ্গা এক্সপ্রেস, গোয়ালিয়রের জন্য বুন্দেলখণ্ড এক্সপ্রেস সহ প্রায় ৬ টি বড় ট্রেন চালিত হয়।

প্রসঙ্গত, ২০১৮ সালেও উত্তরপ্রদেশের এলাহাবাদের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছিল প্রয়াগরাজ। গঙ্গা-যমুনা-সরস্বতী এই তিনটি প্রধান নদী এই প্রয়াগেই এসে মিলিত হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর