উলট পুরাণ! এবার ১৫ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার দুই ED অফিসার, তুঙ্গে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার ইডি অফিসার (ED Officer)। একদমই ঠিক শুনছেন। নগদ ১৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন বিভাগের (এসিবি) হাতে ধরা পড়লেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর এক অফিসার। যা নিয়ে শোরগোল রাজস্থানে (Rajasthan)।

সূত্রের খবর, ধৃত ইডি অফিসারের নাম নওলকিশোর মীনা। দেশকে আর্থিক দুর্নীতিমুক্ত করার দায়িত্ব যে সংস্থার হাতে সেই সংস্থারই এক আধিকারিক ঘুষ নেওয়ার দায়ে গ্রেফতার! বিধানসভা ভোটের আগে বৃহস্পতিবার রাজস্থানের এই ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

   

এই বিষয়ে রাজস্থান এসিবির ডিজি হেমন্ত প্রিয়দর্শী জানান, ‘‘সম্প্রতি এক ব্যক্তি আমাদের জানান, অর্থলগ্নি সংস্থার দুর্নীতি দমনের মামলায় তাকে গ্রেফতার ও তার সম্পত্তি বাজেয়াপ্ত না করার বিনিময়ে তার কাছে ১৭ লক্ষ টাকা ঘুষ মণিপুরের ইম্ফলের দফতরের ইডি অফিসার নওল।’

আরও পড়ুন: ‘এখনই গৌতম পালকে…’, ওএমআর শিট মামলায় পর্ষদ সভাপতিকে নিয়ে যা নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

এসিবির ডিজি জানান, অভিযোগ পাওয়া মাত্রই নড়েচড়ে বসেন তারা। এরপরই জয়পুরের ডিআইজি রবির নেতৃত্বে এসিবির একটি দল নওল এবং তার সহযোগী বাবুলাল মীনাকে ওই ব্যক্তির থেকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করে। প্রসঙ্গত, সাম্প্রতিককালে বাংলা হোক বা রাজস্থান ইডি-সিবিআই এর অতিসক্রিয়তা নিয়ে বারংবার সরব হয়েছে বিজেপি বিরোধী দলগুলি। সেই আবহেই এই ঘটনা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে মরুরাজ্যে।

arrest

সূত্রের খবর ধৃত ইডি অফিসার ও তার সহযোগীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও ইডি তরফে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রসঙ্গত গত সপ্তাহেই কংগ্রেস সভাপতির বাড়ি-সহ বিরোধী দলের একাধিক নেতার বাড়িতে তল্লাশি চালায় ইডি। মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পুত্রকেও তলব করা হয়েছিল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর