মুম্বাইয়ে মাস্ক বিরোধী আন্দোলনে সামিল শয়ে শয়ে মানুষ, উঠল বিল গেটসকে গ্রেপ্তার করার দাবি

মুম্বাই : দেশে করোনার গ্রাফ এখনো নিম্নমুখী হয় নি। প্রতিদিন ৭৫ থেকে ৮০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছে মারণ ভাইরাসে। এই মুহুর্তে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বিধি মেনে চলাই একান্ত কর্তব্য বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কিন্তু মাস্ক পরা বাধ্যতামূলক করা যাবে না। এমনই দাবিতে উত্তাল হয়ে উঠল বাণিজ্য নগরী মুম্বাই। সেখান কার মেরিন ড্রাইভে হাজার হাজার মানুষ সামিল হল মাস্ক বিরোধী আন্দোলনে।

No mask l

সরকারের বাধ্যতামূলক মাস্ক-ও-ভ্যাকসিন নীতির বিরুদ্ধে শুক্রবার মেরিন ড্রাইভে ‘জাগ্রত ভারত’ নামের এক সংগঠন এই প্রতিবাদ করে। লকডাউন, চিকিৎসায় পছন্দের অধিকার ও জোর করে করোনা পরীক্ষার বিরুদ্ধে তার এদিন গর্জে ওঠে।

প্রথমে গান্ধী জয়ন্তী উপলক্ষে সকাল ১১ টায় মন্ত্রালয়ের বিপরীতে মহাত্মা গান্ধী মূর্তির পাদদেশে এই বিক্ষোভ প্রদর্শনের কথা ছিল। কিন্তু পুলিশ বিক্ষোভকারীদের ব্যানার ছিনিয়ে নিয়ে এই দলটিকে ছত্রভঙ্গ করে দেয়। পরে মেরিন ড্রাইভে এই বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।

এক বিক্ষোভকারীর কথায়, ‘যদি 6-ফুট (দূরত্ব) কাজ করে, তবে মাস্ক কেন? দুটিই যদি কাজ করে তবে লকডাউন কেন? তিনটিই যদি কাজ করে তবে ভ্যাকসিন কেন? যদি ভ্যাকসিনটি নিরাপদ থাকে তবে ‘দায় নেই’ ধারা কেন? ‘

অন্য আরেকজন বিক্ষোভ কারীর কথায়, মাস্ক পড়তে অনেকেরই অসুবিধা হয়। কেউ কেউ তীব্র শ্বাসকষ্টে ভোগেন। আমরা মাস্ক পরার বিরোধী নই। তবে তা চাপিয়ে দেওয়া যাবে না। পাশাপাশি, এই আন্দোলনে মাইক্রোসফট এর প্রধান বিল গেটসকেও গ্রেপ্তারের দাবি করেন বিক্ষোভ কারীরা

 

সম্পর্কিত খবর