ইজরায়েলের জাতীয় সঙ্গীতও টুকে দিলেন! অনু মালিককে নিয়ে ট্রোলের বন‍্যা নেটদুনিয়ায়

বাংলাহান্ট ডেস্ক: শুধু টলিউড নয়, বলিউডের বিরুদ্ধেও একাধিক বার উঠেছে ‘চুরির’ অভিযোগ। কখনো গানের সুর চুরি আবার কখনো গোটা সিনেমার কাহিনিই বেমালুম টুকে দেন চিত্রনাট‍্যকাররা। চুরি ধরা পড়লে বিতর্ক, ট্রোল ও হয় দেদার। এবার এমনি ট্রোলের মুখে পড়লেন সঙ্গীত পরিচালক অনু মালিক (anu malik)।

এতদিন হলিউড ছবি বা দক্ষিণী ছবির সুর চুরি করার অভিযোগ উঠত বলিউডের বিরুদ্ধে। এবার ইজরায়েলের জাতীয় সঙ্গীতেরও সুর চুরি করার দায়ে ফাঁসলেন অনু মালিক। হ‍্যাঁ, ঠিকই পড়েছেন। বলিউডি সঙ্গীত পরিচালকের বিরুদ্ধে ইজরায়েলের জাতীয় সঙ্গীতের সুর চুরি করার অভিযোগ উঠেছে।

988371 anu
ঘটনার সূত্রপাত টোকিও অলিম্পিকসে। সম্প্রতি আর্টিস্টিক জিমন‍্যাস্টিকসে সোনা জেতেন ইজরায়েলের প্রতিযোগী। তাঁকে পদক দেওয়ার সময় বেজে ওঠে সে দেশের জাতীয় সঙ্গীত। আর সেই মুহূর্তেই খটকা লাগে ভারতীয় নেটিজেনদের। কারণ সে সুর তাদের পূর্বপরিচিত। ‘দিলজ্বলে’ ছবির ‘মেরা মুলক মেরা দেশ’ গানের সঙ্গে অদ্ভূত মিল ইজরায়েলের জাতীয় সঙ্গীতের সুরের।

https://twitter.com/Kalburgism/status/1421875418152542210?s=19

https://twitter.com/tireless_effort/status/1422005713480478720?s=19

ছবির সবকটি গানেরই সুর দিয়েছিলেন অনু মালিক। দুয়ে দুয়ে চার করতেই নেটিজেনরা ধরে ফেলেন তাঁর চুরি। শুরু হয় ট্রোল। নেটিজেনদের বিস্ময়, ইজরায়েলের জাতীয় সঙ্গীত পর্যন্ত চুরি করে ফেললেন অনু মালিক! টুইটার ছেয়ে গিয়েছে ট্রোলে।  আবার একজনের কটাক্ষ, অলিম্পিকে যদি নকল করার প্রতিযোগিতা হত তবে অনু মালিক, প্রীতম, তনিষ্ক বাগচীরা নিশ্চয়ই দেশের জন‍্য সোনা নিয়ে আসতেন।

https://youtu.be/oA3jor52HDE

প্রসঙ্গত, ১৯৯৬ এ মুক্তি পেয়েছিল দিলজ্বলে। ছবির পরিচালক ছিলেন হ‍্যারি বাওয়েজা। ছবিতে অভিনয় করেছিলেন অজয় দেবগণ, সোনালি বেন্দ্রে, মধু, অমরেশ পুরি। যে গানটিকে নিয়ে বিতর্ক অর্থাৎ ‘মেরা মুলক মেরা দেশ’ গানটির একটি ভার্সন গেয়েছিলেন কুমার শানু আদিত‍্য নারায়ণ এবং অপরটি গেয়েছিলেন কবিতা কৃষ্ণমূর্তি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর