লকডাউনে ৩০০ জন বাচ্চাকে বিনামূল্যে নাচ শেখাচ্ছেন অনু সিনহা, দেশ বিদেশে জিতেছেন বহু পুরস্কার

বাংলাহান্ট ডেস্কঃ মারণ ভাইরাস করোনার জেরে সারা বিশ্বব্যপী লকডাউন (lockdown) চলছে। আর এই লকডাউনে সবাই ঘরের মধ্যে বন্দী। এই লকডাউনকে একেবারেই অপচয় না করে যথাযথ ব্যবহার করলেন নৃত্যশিল্পী। কথ্যক ও ভরতনাট্যমের খ্যাতিমান নৃত্যশিল্পী অনু সিনহা (Anu sinha) এই লকডাউনেই ৩০০ বাচ্চাদের বিনামূল্যে নাচ শেখাচ্ছেন।

   

নৃত্যশিল্পী অনু সিনহা তাঁর নাচের জন্য খুব বিখ্যাত। ভারত এবং বিদেশে অনেক পুরষ্কার জিতেছে। করোনার ভাইরাসের কারণে লকডাউন দেশব্যাপী ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে বেশিরভাগ মানুষের পক্ষে ঘরে থাকা সবসময় কঠিন হয়ে পড়েছে। কথ্যক এবং ভরতনাট্যমের খ্যাতিমান নৃত্যশিল্পী অনু সিনহা এই লকডাউনটি সময়ের অপচয় না হয় এবং ফলস্বরূপ কোনও কাজের দিকে পরিচালিত করতে পারে সে জন্য নিরন্তর চেষ্টা করছেন। ৩০০ বাচ্চাকে নাচ শেখাচ্ছেন একেবারেই বিনামূল্যে।

আনু সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকার সারা দেশে বিনামূল্যে অনেক শিবিরের আয়োজন করেছে। তিনি দেশে বিদেশে হাজারো পারফরম্যান্স করেছেন। নোইডায়, চারুকলায় তাঁরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নাচদের জন্য তিনি অঙ্কে পুরস্কার পেয়েছেন।

অনু সিনহা শুধুমাত্র নৃত্যশিল্পী নয়। পাশপাশি তিনি একজন সামাজিক কর্মী এবং ভারতীয় নৃত্যশৈলীর বহু আর্থ-উন্নয়নমূলক প্রকল্পে অংশ নিয়েছেন। সমাজের জন্য তিনি অনেক ভাবেন। অনেকের পাশেও দাঁড়িয়েছেন। তিনি বেশ কয়েকটি পুরষ্কার পেয়েছেন। লকডাউনের সময় তিনি বাড়ি থেকে ৩০০জন শিশুকে নাচের শিক্ষাও দিচ্ছেন। আনু বাচ্চাদের বিনামূল্যে এই শিক্ষা দিচ্ছে।

সম্পর্কিত খবর