বিজেপিকে ভেড়ার সঙ্গে তুলনা করলেন অনুব্রত,পাল্টা মন্তব্য করলেন বিজেপি

নিজস্ব প্রতিনিধি,বোলপুর,বীরভূমঃ গান্ধীজির সার্ধশতবর্ষ উপলক্ষে রাজ্যব্যাপী গান্ধী সংকল্প যাত্রা শুরু করেছে রাজ্য বিজেপি। ২ অক্টোবর গান্ধীজির সার্ধশতবর্ষ ও ৩০ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে এই সময়ের মধ্যে গান্ধী সংকল্প যাত্রার কথা ভেবেছিল বিজেপি। কিন্তু রাজ্যে পুজোর মরশুম থাকায় তা পিছিয়ে দেওয়া হয়। বিজেপির রাজ্য সদর দফতরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন,“পুজোর মাস থাকায় আমরা সংকল্পের যাত্রা চলতি মাসের ১৫ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত করবো। প্রতিদিন ১৫ কিলোমিটার পদযাত্রা হবে।” সেই লক্ষ্যেই,আজ বীরভূমে বিজেপির নেতাকর্মীরা বীরভূমে বিভিন্ন জায়গায় এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। যদিও এই পদযাত্রা ভোট প্রচারের ধাঁচে পায়ে হেঁটে হয়। এই পদযাত্রা মানুষের কাছে পৌঁছানোর বিজেপির এমন কৌশল কিছুটা হলেও দলকে বাড়তি অক্সিজেন দেবে বলি মনে করছে জেলার রাজনৈতিক মহল।

কিন্তু বীরভূমে আজ এই সংকল্প যাত্রাকে কটাক্ষ করতে ছাড়লেন না তৃনমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি আজ বীরভূমের কংকালী পঞ্চায়েতের বিজেপি থেকে তৃণমূলে যোগদানকারী কয়েকশো বিজেপি কর্মীর হাতে দলীয় পতাকা তুলে দেন। ও পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,“আজ অনেক বিজেপি কর্মী তৃনমূলে যোগদান করলো। তারা বুঝতে পারলো ওটা একটা ফালতু দল। ধান্দাবাজ দল। মানুষের ক্ষতি করে। মানুষের উপকার করে না। আর মমতা ব্যানার্জি মানুষের ভালো করে। মানুষের উপকার করে এবং মানুষের সঙ্গে থাকে। তাই ওরা যোগদান করলো তৃনমূলে।” এরপরেই অনুব্রত মণ্ডলকে বিজেপির সংকল্প পদযাত্রা নিয়ে প্রশ্ন করতেই অনুব্রত মণ্ডল বিজেপিকে ভেড়ার সাথে তুলনা করে বলেন,“ভেড়ার মাথায় পোকা হলে কি করে বলুন তো? মাথাটাকে দেওয়ালে গিয়ে মারে দাই দাই করে। ঠিক সেরকমই ওদের মাথায় পোকা হয়েছে। তাই যা মন তাই করে বেড়াচ্ছে।”

যদিও অনুব্রত মণ্ডলের কটাক্ষকে পাল্টা জবাব দিয়েছেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায়। তিনি অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করে বলেন, “পোকা তো উনার মাথাতেই হয়েছে। এই পদযাত্রা হয়েছে স্বচ্ছতাকে সামনে রেখে হচ্ছে। স্বচ্ছ প্রশাসন, স্বচ্ছ পরিবেশ, সবমিলিয়ে স্বচ্ছ ভারত। সমস্ত কিছুতেই স্বচ্ছতা আনার জন্যই এই যাত্রা। এটা ওনার বোঝার কথা নয়। কারণ উনি শুধুই বোম, বারুদের কারবার করেন, তাই উনি বুঝবেন না।”

সম্পর্কিত খবর