গরু পাচার মামলায় অস্বস্তিতে অনুব্রত কন্যা! চাঞ্চল্যকর তথ্য উঠে এল CBI-র হাতে

বাংলা হান্ট ডেস্কঃ গত বৃহস্পতিবার সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গরু পাচার মামলায় বিপুল পরিমাণ অর্থের লেনদেনে তৃণমূল নেতা জড়িত রয়েছেন বলেই অনুমান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। সূত্র মারফত খবর মিলছে, এখনো পর্যন্ত বেশ কয়েকটি স্থানে সন্ধান চালালেও বীরভূম জেলা সভাপতির নামে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পায়নি সিবিআই। যে সকল সম্পত্তির খোঁজ মিলেছে, সে সকল বেনাম রয়েছে বলেই জানা গিয়েছে। তবে এর মাঝে বর্তমানে সিবিআইয়ের নজরে অনুব্রত ঘনিষ্ঠ একাধিক পুলিশকর্মী ও ব্যবসায়ীদের সম্পত্তি। এমনকি, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার সম্পত্তির দিকেও নজর রয়েছে তাদের। সিবিআই সূত্রের খবর, এ প্রসঙ্গে অনুব্রত কন্যাকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে তারা। এর মাঝেই এদিন বোলপুরে সুকন্যার নামে মোট ছয়টি জমির সন্ধান পেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, যা ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য।

উল্লেখ্য, অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পর থেকে তাঁর সম্পত্তির বিশেষ কোনো খোঁজ পায়নি সিবিআই। এক্ষেত্রে অনুব্রত ঘনিষ্ঠ একাধিক পুলিশকর্মী এবং ব্যবসায়ীদের দিকে নজর রয়েছে তাদের। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস নেতার মেয়ে সুকন্যা মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ তার নামে কেনা কোম্পানিগুলির দিকেও নজর রেখে চলেছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, ইতিমধ্যে সুকন্যার নামে দুটি কোম্পানির খোঁজ মিলেছে, যেখানে কোটি কোটি নগদ অর্থের লেনদেন হতো বলে জানা গিয়েছে। এছাড়াও অনুব্রত ও সুকন্যার জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও খোঁজ লাগানো হচ্ছে। এক্ষেত্রে গরু পাচারের টাকা সেই স্থানে জমা হতো কিনা কিংবা হলেও সেই টাকার পরিমাণ কত, সে সকল বিষয়ে জানতে তৎপর সিবিআই।

এর মাঝেই এদিন বোলপুরে মোট ছয়টি জমির সন্ধান পেয়েছে সিবিআই। বোলপুরের মকরমপুর মৌজায় দুটি এবং বল্লভপুর মৌজায় মোট চারটি জমির সন্ধান পাওয়া গিয়েছে, যেগুলি সুকন্যার নামে রয়েছে বলে খবর। বোলপুর পেরিয়ে কলকাতায় চিনার পার্ক এলাকায় অনুব্রত ঘনিষ্ঠ ব্যক্তিদেরও র‍্যাডারে নিয়েছে তদন্তকারী অফিসাররা। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে পেশ করার চার্জশিটে সিবিআই দ্বারা উল্লেখ করা হয়, “গরু পাচার মামলায় সায়গল হোসেন অনুব্রত মণ্ডলের হয়ে ঘুষ নিতো।” ফলে পরবর্তী সময়ে তৃণমূল নেতার অস্বস্তি যে বহু গুণে বাড়তে চলেছে, তা বলা বাহুল্য।

Untitled design 2022 08 11T151210.493

বর্তমানে আদালতে নির্দেশে ১০ দিনের সিবিআই হেফাজতে রয়েছে অনুব্রত মণ্ডল। এদিন স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। আদালতেএ নির্দেশে ইতিমধ্যেই অনুব্রতর শারীরিক পরিস্থিতি দেখভাল করার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সিবিআই সূত্রে খবরজ এখনো পর্যন্ত দুর্নীতি মামলায় সেভাবে মুখ খোলেননি তৃণমূল নেতা। অবশ্য পরবর্তীতে তাঁকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে একাধিক নয়া তথ্য সামনে আসবে বলেই দাবি সিবিআইয়ের।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর