পার্থর পর কেষ্ট, বোলপুরে বিঘে বিঘে জমির ওপর খামারবাড়ি অনুব্রতর! বিস্ফোরক দাবি কেয়ারটেকারের

বাংলা হান্ট ডেস্কঃ প্রথমে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) আর এবার অনুব্রত, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে একে একে গ্রেফতার হয়ে চলেছেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা মন্ত্রীরা। গত বৃহস্পতিবার সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হন বীরভূম জেলা সভাপতি। বর্তমানে অনুব্রতর নামে থাকা সম্পত্তির খোঁজ চালাতে তৎপর হয়ে উঠেছে তদন্তকারী অফিসাররা। এক্ষেত্রে অনুব্রত-কন্যার কোম্পানির পাশাপাশি দেশে ও বিদেশে সম্পত্তির খোঁজ চালাচ্ছে সিবিআই। এর মাঝেই এবার বোলপুরে (Bolpur) অনুব্রত মণ্ডলের খামার বাড়ি তথা ফার্ম হাউসের হদিশ পাওয়া গেল, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

সম্প্রতি, শান্তিনিকেতনে পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক জমির সন্ধান পাওয়া যায় আর এবার অনুব্রত মণ্ডল। পঞ্চাশ বিঘে জমির উপর তৈরি খামারবাড়ি। সেখানকার এক কেয়ারটেকারের দাবি, “খামারবাড়িটি অনুব্রত মণ্ডলের। উনি এখানে মাঝেমধ্যেই আসেন।” এটি প্রায় ২০ বছর আগে কেনা হয়েছিল বলে জানা গিয়েছে।

বোলপুরের সিয়ান এলাকায় প্রায় ৫০ বিঘা জমির উপর রয়েছে ফার্ম হাউসটি। সেখানকার এক কেয়ারটেকার এদিন দাবি করেন, “জমির ওপর ধান, সবজি থেকে মাছ ইত্যাদি চাষ করার পাশাপাশি পরবর্তীতে সেগুলি বাজারে বিক্রিও করা হয়। ২০ বছর আগে এই জমিটি কেনা হয় এবং পরবর্তীতে একাধিক সময় এখানে আসেন অনুব্রত মণ্ডল।” কেয়ারটেকারের এই দাবি স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি করেছে।

anubrata 3

উল্লেখ্য, অনুব্রত গ্রেফতারির পর থেকেই তাঁর সম্পত্তির খোঁজ চালিয়ে চলেছে সিবিআই। এক্ষেত্রে বিভিন্ন স্থানে সন্ধান চালিয়ে একাধিক সম্পত্তির সন্ধান পাওয়া গেলেও সেক্ষেত্রে বেশিরভাগই বেনামে রয়েছে। বর্তমানে অবশ্য অনুব্রত কন্যার বেশ কয়েকটি কোম্পানি নজরে রয়েছে সিবিআইয়ের। এর মাঝেই আবার অনুব্রত ঘনিষ্ঠ বেশ কয়েকজন পুলিশ কর্মীকে টার্গেট করেছে তদন্তকারী অফিসাররা। সিবিআই সূত্রে খবর, সায়গল হোসেনের সঙ্গে ছক কষে তারা দুর্নীতি করে চলতো। পরবর্তীতে সেই সকল পুলিশদের তলব করা হতে পারে বলেও জানা গিয়েছে। ফলে সব মিলিয়ে তদন্তকে গতি দিতে তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এক্ষেত্রে সকল তথ্য সামনে নিয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর