‘তুমি তো হরলিক্সও চেটে খাও আবার সামান‍্য চিনা অ্যাপের সঙ্গে ভারতীয় সেনার প্রাণের তুলনা কর’, সোহমকে কটাক্ষ অনুপম হাজরার

বাংলাহান্ট ডেস্ক: গালওয়ান সীমান্তে চিনা আগ্রাসনের বিরুদ্ধে কঠোরভাবে রুখে দাঁড়িয়েছে ভারত। শুধুমাত্র সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনই নয়, চিনকে আরও চাপে রাখতে ভারতে ৫৯টি চিনা অ্যাপ (chinese app) বন্ধ করে দিয়েছে মোদী সরকার (Modi government)। এই অ্যাপগুলির মধ‍্যে অন‍্যতম টিকটক (tiktok)।
ভারত-চিন দ্বন্দের আবহে সরকারের এমন একটি পদক্ষেপে খুশি বেশিরভাগ দেশবাসী। তবে মোদী সরকারের এই সিদ্ধান্তে কার্যত নাখুশ তৃণমূল সাংসদ নুসরত জাহান (nusrat jahan) এবং তৃণমূলের যুবশক্তির রাজ‍্য কো-অর্ডিনেটর সোহম চক্রবর্তী (soham chakraborty)। টিকটক ব‍্যান নিয়ে ইতিমধ‍্যেই অসন্তোষ প্রকাশ করেছেন নুসরত। তাঁর সুরে সুর মিলিয়ে সোহমও প্রশ্ন তুলেছেন, ‘অ্যাপ ব‍্যান করলেই কি শহিদদের প্রাণ ফিরবে?’


এবার সোহমের এই মন্তব‍্যেরই পাল্টা দিলেন বিজেপি নেতা অনুপম হাজরা (anupam hazra)। নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে একটি ভিডিওতে নাম না নিয়ে সোহমকে কটাক্ষ করেন তিনি। অনুপম বলেন, “কত বড় মূর্খ হলে কেউ চাইনিজ অ্যাপসের সঙ্গে ভারতীয় সেনার তুলনা করতে পারে। কে ভাই তুমি? কে এই অধিকার দিল তোমাকে? কোথা থেকে এল এই ঔদ্ধত‍্য? আজ ভারতীয় সেনারা সীমান্তে জেগে আছে বলে তুমি শান্তিতে ঘুমাতে পারছ। তারা সীমান্তে হিরোগিরি করে বলে তুমি সিনেমায় হিরোগিরি করতে পারছ।”


এখানেই না থেমে তিনি আরও বলেন, “তুমি তো হরলিক্সটাও পান করতে পার না। চেটে চেটে খাও। আর তোমার এত ঔদ্ধত‍্য একটা সামান‍্য চাইনিজ অ্যাপসের সঙ্গে ভারতীয় সেনার প্রাণের তুলনা করতে যাও!” সোহমকে ‘জোকার’ তকমা দিয়ে অনুপম বলেছেন, জনগণ তাঁকে চিড়িয়াখানায় রাখবেন না কোথায় রাখবেন তা ঠিক করুন।

শুধু সোহম নয়, নাম না করে নুসরত জাহানকেও কটাক্ষ করেছেন অনুপম হাজরা। তিনি বলেন, তৃণমূলের এক মাননীয়া সাংসদ টিকটক ব‍্যান হওয়ায় খুব দুঃখ পেয়েছেন। বসিরহাটের মানুষের সঙ্গে শুধুমাত্র টিকটকের সাহায‍্যেই যোগাযোগ করতে পারতেন তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর