‘এই সময় ইমেজ তৈরি করার থেকেও বেশি প্রয়োজন মানুষের প্রাণ বাঁচানো’, কেন্দ্রীয় সরকারের নিন্দায় সরব অনুপম খের

বাংলাহান্ট ডেস্ক: করোনার (corona) দ্বিতীম ঢেউ ভয়াবহ রূপে হাজির হয়েছে ভারতের সামনে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আক্রাশ্ত হচ্ছে। শ্মশানে আর দাহ করার স্থানটুকুও নেই। পরিস্থিতি এতটাই গুরুতর যে গঙ্গায় সারি সারি মৃতদেহ ভাসতে দেখা গিয়েছে। সন্দেহ করা হচ্ছে সেসব করোনা রোগীদেরই মৃতদেহ। এমন অবস্থায় কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখর হয়েছেন সাধারণ মানুষ থেকে অনেক তারকারা।

এমনকি বিজেপি সমর্থক হিসাবে পরিচিত অভিনেতা অনুপম খেরের (anupam kher) কণ্ঠেও শোনা গেল মোদী সরকারের ব‍্যর্থতার কথা। বর্তমান করোনা পরিস্থিতির জন‍্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন তিনিও। অনুপম খের বলেন, সরকারকে এটা বুঝতে হবে যে এই সময় ভাবমূর্তি তৈরি করার থেকেও বেশি প্রয়োজন মানুষের প্রাণ বাঁচানো।

pm modi congratulated anupam kher on the launch of his new book
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমকে দেওয়া সাক্ষাৎকারে বর্তমান করোনা পরিস্থিতির জন‍্য কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে শোনা গিয়েছে। তিনি বলেন, “করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝে দেশে যা যা হচ্ছে এর জন‍্য কেন্দ্রীয় সরকারকেই দোষ দেওয়া দরকার। অনেক বিষয়েই তাদের পরিকল্পনা ব‍্যর্থ হয়েছে। সরকারের এটা বোঝা খুব প্রয়োজন যে এই সময়টা ভাবমূর্তি তৈরি করার থেকেও বেশি প্রাণ বাঁচানো প্রয়োজন। স্বাস্থ‍্য সঙ্কট দূর করার পরিকল্পনায় কোথাও না কোথাও ভুল থেকে গিয়েছে সরকারের। কিন্তু এই ভুলগুলোর লাভ যদি অন‍্য রাজনৈতিক দল তোলে সেটাও উচিত নয়।”

অভিনেতা আরো বলেন, “এই মুহূর্তে সরকারের উচিত প্রতিকূলতার মোকাবিলা করা ও যারা তাদের নির্বাচন করে এনেছে তাদের জীবন রক্ষা করা।” গঙ্গায় ভেসে যাওয়া মৃতদেহের প্রসঙ্গও ওঠে এই সাক্ষাৎকারে। তাঁর কথায়, “কিছু কিছু ক্ষেত্রে সমালোচনা করা জরুরি। কোনো অমানবিক ব‍্যক্তিকেই এই নদীতে ভেসে যাওয়া শবের দৃশ‍্য প্রভাবিত করবে না। আমাদের রাগ হওয়া স্বাভাবিক। যা হচ্ছে তার জন‍্য সরকারকে দোষী বলাই জরুরি।”

অনুপম খের সাধারণত নরেন্দ্র মোদী তথা বিজেপি সমর্থক বলেই পরিচিত। এমনকি প্রকাশ‍্যে অনেকবার প্রধনমন্ত্রীর প্রভূত প্রশংসাও করেছেন তিনি। তাঁর স্ত্রী কিরণ খেরও বিজেপির সদস‍্য। এমতাবস্থায় এই প্রথম তাঁর মুখে বিজেপি নিন্দা শোনা গেল, তাও আবার প্রকাশ‍্যে। সোশ‍্যাল মিডিয়ায় অনেকে ট্রোলও শুরু করে দিয়েছেন অনুপমকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর