কেন্দ্রীয় সরকারকে ‘অশিক্ষিত’ বলে আক্রমণ অনুরাগ কাশ্যপের

বাংলাহান্ট ডেস্ক: বহুবার অনুরাগ কাশ্যপ সরব হয়েছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এর আগেও মোদী সরকারকে উচিত জবাব দিয়েছেন পরিচালক। ফের একবার টুইটারে সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি।

সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে একটি টুইট করেছেন অনুরাগ। সেখানে কেন্দ্রীয় সরকারকে ‘অশিক্ষিত’ বলে উল্লেখ করে তিনি লিখেছেন, “CAA/CAB  কোথাওই হচ্ছে না। কিন্তু সরকারের পক্ষে এটাকে রদ করে সম্ভব নয়। কারন তার মানে তাঁরা হেরে গিয়েছেন। এই সরকার সবকিছুকে হার-জিতের নজরে দেখে। এতই তাঁদের আত্মাভিমান যে সবকিছু যদি পুড়ে ছাইও হয়ে যায় তাহলেও তাঁরা ভুল হত পারেন না। কারন অশিক্ষিতরা ওরকমই হন”।

এই টুইটের পরেই ঝড় ওঠে নেটদুনিয়ায়। অনেকেই নির্ভীক ভাবে স্পষ্ট কথা বলার জন্য পরিচালককে প্রশংসায় ভরিয়ে দেন। আবার একাংশ তাঁর শব্দচয়নের জন্য তাঁর সমালোচনাও করেন। এমনই একজন টুইটার ব্যবহারকারী ‘অশিক্ষিত’ শব্দটি ব্যবহার করার জন্য অনুরাগকে কটাক্ষ করলে ক্ষমা চেয়ে নেন পরিচালক। তিনি জানান, এমন ভাবে বলার কোনও উদ্দেশ্যই তাঁর ছিল না। এতে যদি কারওকে ছোট করা হয় বা অপমান করা হয় তাহলে তিনি ক্ষমাপ্রার্থী।

গত মাসে যখন থেকে পুনরায় টুইটারে ফিরেছেন অনুরাগ তখন থেকেই বিভিন্ন সময় তাঁর গলায় শোনা গিয়েছে প্রতিবাদের সুর। কেন্দ্রীয় সরকারের সমালোচনা করার জন্য কোনও সুযোগই ছাড়েননি পরিচালক। এর আগে তিনি টুইটে লিখেছিলেন, “প্রধনমন্ত্রী শুধু ক্যামেরা দেখলেই কাজ করেন”। বলা বাহুল্য তাঁর এই টুইটটি ঘিরেও বহু সমালচনা হয়েছিল।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর