বাংলা হান্ট ডেস্ক : বাংলা সিরিয়ালের জনপ্রিয় খলনায়িকা হলেন ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) মিশকা অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta)। এই মুহূর্তে এক ডাকেই তাঁকে চেনে গোটা দুনিয়া। টেলিভিশনের পর্দায় এই মিশকা চরিত্রে অভিনয় করছেন নবাগত অভিনেত্রী অহনা দত্ত। প্রথম সিরিয়ালেই (Anurager Chhowa) অহনার অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের।
বিয়ে করে ফেললেন অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) ‘মিশকা’ অহনা?
পর্দায় মিশকার চরিত্রে অহনার অভিনয় থেকে গা জ্বালানো সংলাপ শুনলেই রাগে প্রচন্ড রেগে যান দর্শকরা। প্রথম সিরিয়ালেই (Anurager Chhowa) খলনায়িকার চরিত্র করে অহনা যে সাফল্য পেয়েছেন তা এক কথায় আকাশ ছোঁয়া। সম্প্রতি এক বছরের লীপ নিয়েছে এই সিরিয়ালটি। তারপর থেকে আর দেখা যাচ্ছে না মিশকাকে।
ধারাবাহিকে ইতিমধ্যেই তাঁর পাঠ শেষ হয়ে গেছে। আজও দর্শকরা তাঁকে চেনেন মিশকা নামে। অভিনয় জগতে এই অনুরাগের ছোঁয়াই ছিল অহনার ডেবিউ সিরিয়াল। যাক মাসের পর মাস ধরে এখনও রমরমিয়ে চলছে টেলিভিশনের পর্দায়। এই অল্পদিনের ক্যারিয়ারে চর্চায় এসেছে অহনার ব্যক্তিগত জীবনও।
আরও পড়ুন : ‘চিনি’ থেকে মাঝপথে বাদ পড়ার পর, নতুন রূপে ফিরছেন ‘খেলনাবাড়ি’র গুগলি ইন্দ্রাণী
সিরিয়ালেরই মেক আপ আর্টিস্ট দীপঙ্কর অহনার লিভ ইন পাটনার। সম্পর্ক বিভিন্ন এখন বেশ খোলামেলায় কথা বলতেও শোনা যায় অহনাকে। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুণ অ্যাক্টিভ থাকেন অহনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিয়ের সাজে অহনার বেশ কিছু ছবি। যা দেখে অনেকেই ভাবতে শুরু করেছেন পর্দার মিশকা সেন এবার বাস্তব জীবনেও সত্যিই বিয়ে করে ফেলেছেন।
View this post on Instagram
আসলে এদিন সোশ্যাল মিডিয়া এক গুচ্ছ ছবি শেয়ার করেছেন অহনা। সেখানে দেখা যাচ্ছে তাঁর পরনে রয়েছে লাল টুকটুকে বেনারসি, সিঁথিতে সিঁদুর, কপালে চন্দন আর হাতে শাঁখা-পলা আর পান পাতা। নববধূর সাজে অহনার এই লুক দেখে অনেকেই ভেবেছেন বাস্তব জীবনে তিনি হয়তো সত্যিই বিয়ে করে ফেলেছেন। আসলে তা নয়, এই পোস্টে অহনার ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছে তিনি আসলে ফটোশুট করেছেন।