Anushka Sharma: ‘আদর্শ মা হতে পারিনি’, ছেলেমেয়ে ভামিকা-অকায়কে নিয়ে বিষ্ফোরক অনুষ্কা

বাংলাহান্ট ডেস্ক : মা হওয়ার পরেই জীবনে আমূল পরিবর্তন এসেছে অভিনেত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma)। নিজের অভিনয় ইন্ডাস্ট্রি থেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন তিনি। স্বামী বিরাট কোহলি, দুই ছেলে মেয়ে ভামিকা এবং অকায় এখন তাঁর জীবনের সিংহভাগ জুড়ে রয়েছে। সম্প্রতি জানা গিয়েছিল, এবার মুম্বই ছেড়ে পাকাপাকি লন্ডনের বাসিন্দাও হতে চলেছেন তাঁরা। আর এবার নিজের এই পরিবর্তিত জীবন, মাতৃত্ব নিয়ে মুখ খুললেন অনুষ্কা (Anushka Sharma)।

আদর্শ অভিভাবক হতে পারেননি অনুষ্কা (Anushka Sharma)

সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিতে মুম্বই এসেছিলেন অনুষ্কা (Anushka Sharma)। সেখানেই দুই ছেলে মেয়েকে বড় করা, অভিভাবকত্ব নিয়ে মুখ খোলেন তিনি। অনুষ্কা (Anushka Sharma) বলেন, একজন আদর্শ মা হয়ে উঠতে পারেননি তিনি। তিনি এবং বিরাট কেউই আদর্শ অভিভাবকের নিদর্শন তৈরি করতে পারেননি সন্তানদের সামনে। বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ করে থাকেন তাঁরা। কী বললেন এদিন অনুষ্কা?

   

আরো পড়ুন : Ajay Chakraborty: হাতে জ্বলন্ত মোমবাতি, আরজিকর কাণ্ডে নীরব প্রতিবাদে পথে নামলেন সত্তরোর্ধ পণ্ডিত অজয় চক্রবর্তী

অভিভাবকত্ব নিয়ে মুখ খোলেন অভিনেত্রী

ইভেন্টে যোগ দিয়ে অনুষ্কা (Anushka Sharma) বলেন, অভিভাবকের দায়িত্ব নেওয়া সহজ নয়। তাঁর কথায়, ‘আদর্শ, ত্রুটিহীন অভিভাবক অভিভাবক হওয়া অত্যন্ত চাপের বিষয়। বিশেষ করে পারফেক্ট হওয়ার চিন্তা সবসময় কুরে কুরে খায়। তবে অনুষ্কার (Anushka Sharma) কথায়, তাঁরাও অনেক বিষয় নিয়ে অভিযোগ করেন। তাঁদেরও দোষ, ভুল রয়েছে। আর সেটা স্বীকার করে নেওয়ায় কোনো দোষ নেই। বরং সন্তান যদি বাস্তবটা দেখেই বড় হয়ে ওঠে তাহলে ভালো হবে বলে মত অনুষ্কার (Anushka Sharma)।

আরো পড়ুন : Youtuber: ভিডিও বানিয়েই প্রতিবাদ, হাজারো কনটেন্টের ভিড়ে মন জয় করেছেন বাংলার এই ইউটিউবাররা

এদিন অভিনেত্রী আরো বলেন, তাঁর সামাজিক জীবনে আমূল পরিবর্তন এসেছে। এখন কার্যত তাঁর কোনো সোশ্যাল লাইফ নেই। যেসব অভিভাকরা তাঁদের মতো সন্তান সন্ততি নিয়ে জীবন যাপন, তাঁদের সঙ্গেই এখন বেশি সময় কাটান অনুষ্কা (Anushka Sharma) বিরাট। শুধু তাই নয়, অভিনেত্রী মজা করে বলেন, কেউ রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানালে তাঁদের চিন্তা শুরু হয়। কারণ অন্যরা যখন স্ন্যাক্স খান, তখন তাঁরা রাতের খাবার খেয়ে নেন। তবে মাঝে মধ্যে নিজেদের রুটিনে বদল আনাও জরুরি বলে মন্তব্য করেন অনুষ্কা।

Anushka Sharma

প্রসঙ্গত, বর্তমানে বলিউড থেকে নিজের দূরত্ব অনেকটাই বাড়িয়ে নিয়েছেন অনুষ্কা শর্মা। তাঁকে শেষবার দেখা গিয়েছিল শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ ছবিতে। তারপর থেকেই আরো দূরত্ব বাড়িয়ে নেন তিনি। আগামীতে ‘চাকদা এক্সপ্রেস’ ছবিতে দেখা যাবে অনুষ্কাকে।

Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর