অভিনয় আর নাচ ছাড়াও নিখুঁত হাতের কাজ! অপরাজিতা আঢ্যর কান্ড থেকে ‘থ’ নেটপাড়া

বাংলা হান্ট ডেস্ক : বাংলা বিনোদন জগতের একজন দাপুটে অভিনেত্রী হলেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। পর্দায় তাঁর উপস্থিতি মানেই এক মুহূর্তের জন্য চোখ ফেরাতে পারবেন না দর্শক। বরাবরই নিজের সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন সকলের প্রিয় অপা দি (Aparajita Adhya)। ছোটপর্দার পাশাপাশি বড় পর্দাতেও অবাধ যাতায়াত তাঁর। তবে শুধু অভিনয় নয় একইসাথে নাচেও দারুণ পারদর্শী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)।

গণেশ মূর্তি বানাচ্ছেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)

এছাড়াও কোনো অনুষ্ঠান সঞ্চালনার সময় কথা বলে চলেন অনর্গল। তাই এককথায় বহুমুখী প্রতিভার অধিকারী তিনি। আর এবার সোশ্যাল মিডিয়ার দৌলাতে হদিশ মিলল তাঁরই আরও  এক সুপ্ত প্রতিভার। এদিন  অভিনেত্রী (Aparajita Adhya) নিজেই সকলের নিজের এই বিশেষ প্রতিভার পরিচয় করিয়ে দিলেন। আসলে পেশাগতভাবে অভিনেত্রী হলেও অপরাজিতা আদতে একজন শিল্পী মানুষ।

   

তাই তাঁর  শিল্পী মন কিছু না কিছু নতুন করতে চায়। আর নিজের সেই সৃষ্টিশীল মনকে কাজে লাগিয়ই এবার নিজের হাতে গড়ে তুললেন এক মাটির গণেশ মূর্তি। সোশ্যাল মিডিয়ায় বরাবরই দারুণ সক্রিয় থাকেন অভিনেত্রী। সেখানেই ব্যক্তিগত জীবনের নানান টুকিটাকি ছবি কিংবা ভিডিও শেয়ার করে নেন অনুরাগীদের সাথে।

সম্প্রতি তেমনই নিজে হাতে গণেশ মূর্তি তৈরির একটি ভিডিও শেয়ার করেছিলেন অপরাজিতা। সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন,’শিল্পের মাথা সবসময় তাড়া করে কিছু না কিছু করতেই হবে বলে সে যাই হোক। আজকের পড়া ছিলো ঠাকুর বানানো।’ এদিনের ওই  ভিডিওতে দেখা গেল পাশেই রাখা গণেশ মূর্তি তৈরী করার প্রয়োজনীয় কিছু টুকিটাকি সরঞ্জাম-ও।

আরও পড়ুন : ‘বাংলায় শুধু প্রতিভা থাকলেই কাজ পাওয়া যায় না’! বিস্ফোরক ‘মেয়েবেলা ‘ র ডোডো দা অর্পণ

অভিনেত্রী অপরাজিতার এই বিশেষ গুণ দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। ভালবাসার মুড়িয়ে দিয়েছেন সকলেই। কেউ লিখেছেন, চমৎকার ! আপনি তো দেখছি খুবই গুনী মানুষ।’ তো কারও মন্তব্য, ‘খুবই সুন্দর, প্রকৃত শিল্পী তুমি।’ প্রসঙ্গত অপরাজিতা যে মাঝেমধ্যেই এই ধরনের ধরনের শিল্পকর্ম করে থাকেন তা বোঝা গেল তার হাতের নিখুঁত কাজ দেখেই।

শুধু নিজের ব্যক্তিগত জীবন নয় বর্তমানে কলকাতার পারিপার্শ্বিক পরিস্থিতি অর্থাৎ আরজিকরের মহিলা চিকিৎসকের নির্মম হত্যাকাণ্ড নিয়েও সরব হয়েছেন অভিনেত্রী আটিস পরমের তরফে ছোট পর্দার শিল্পীদের হয়ে আন্দোলনের ডাকও দিয়েছিলেন তিনি

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর