২০২১ টি-২০ বিশ্বকাপ নিয়ে ভারত ছাড়াও বিকল্প ভাবনা শুরু করে দিল ICC

বাংলা হান্ট ডেস্কঃ দিনের পর দিন বিশ্বজুড়ে করোনা ভাইরাস আরও দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে। আর সেই কারণেই ক্রিকেটার এবং ক্রিকেটের সাথে যুক্ত সমস্ত ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে চলতি বছরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।

পরের বছর অর্থাৎ 2021 সালে ভারতের মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। কিন্তু সেই বিশ্বকাপ আয়োজন করতে গিয়েও কার্যত চিন্তায় পড়ে গিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। আর তাই করোনা পরিস্থিতি বিচার বিবেচনা করে ভারতের সাথে সাথে 2021 টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিকল্প ভেন্যুও ভেবে রাখতে চাইছে আইসিসি।

এই মুহূর্তে ভারতে করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে আগামী বছর অক্টোবর- নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে 2021 টি-টোয়েন্টি বিশ্বকাপের। আর তাই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে যে সমস্ত দেশে করোনা সংক্রমণ কম অর্থাৎ শ্রীলংকা এবং সংযুক্ত আরব আমিরশাহীকে বিকল্প হিসাবে ভাবতে শুরু করে দিয়েছে আইসিসি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর