বড় ধাক্কা খেল চীন, Apple এবার প্রডাকশনের ২০% শিফট করতে চলেছে ভারতে

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের সংকটের মধ্যে আইফোন কোম্পানি অ্যাপেল (Apple) নিল এক বড় সিদ্ধান্ত। চীন ছেড়ে ভারতে (India) তাদের কোম্পানী নিয়ে আসতে চলেছে এই মার্কিন কোম্পানি। এই ঘটনার ফলে চীনকে আরও এক বড় ঝটকা দিতে চলেছে আমেরিকার সরকার। ভারতে যদি অ্যাপেল কোম্পানী একবার চলে আসে, তাহলে ভারতের নাগরিকদের কাজের অভাব হবে না।

1568457196 500 321 Inqilab

এবার চীন থেকে কোম্পানো গুটিয়ে নিচ্ছে আমেরিকা
চীনের সঙ্গে জারী হওয়া ট্রেড ওয়ারকে কেন্দ্র করে প্রথম দিকেই মার্কিন কোম্পানীদের প্রভূত ক্ষতির মুখোমুখী হতে হয়। বর্তমানে করোনা ভাইরাসের (COVID-19) জেরে জারী হওয়া লকডাউনকে কেন্দ্র করে, তারা আরও সমস্যার মধ্যে পড়ছে। এই সময় চীনের বিরধীতা আমেরিকার আইফোন কোম্পানী অ্যাপেলও চীন ছেড়ে বেরিয়ে আসতে চাইছে।

ভারতে আসতে চলেছে আইফোন কোম্পানী অ্যাপেল
করোনা ভাইরাসের প্রভাবে প্রভাবিত হয়ে আইফোন কোম্পানী অ্যাপেল সিদ্ধান্ত নিয়েছে আগামী ১ বছরের মধ্যে তাঁদের কোম্পানীর অর্ধেক, অর্থাৎ চীন থেকে অ্যাপেলের প্রোডাকশন ক্ষমতার ২০ শতাংশ ভারতে নিয়ে আসতে চাইছে। পাশাপাশি এই কোম্পানী ভারতে কন্ট্রাক ম্যানুফ্যাকচারের মোতাবেক নিজেদের ম্যানুফ্যাকচারিং রেভিনিউ আগামী ৫ বছরের মধ্যে ৪০ আরব ডলার করতে চায়। অ্যাপেলের সিনিয়ার এক্সিকিউটিভ এবং বরিষ্ট সরকারী আধিকারিকদের মধ্যে এই বিষয় নিয়ে গত কয়েক মাস ধরে বিভিন্ন বৈঠক হয়েছে।

একজন বরিষ্ট সরকারী আধিকারিক জানিয়েছেন, ‘অ্যাপেল দেশে কন্ট্রাক ম্যানুফ্যাকচারিং বিস্ট্রন এবং ফস্ককোনের দ্বারা স্মার্টফোনের প্রোডাকশন বাড়িয়ে ৪০ আরব ডলার করতে পারবে। কোম্পানী PLI- স্কীমের মাধ্যমে ইন্সেন্টিভ নেবে। এবং বেশি পরিমাণে রপ্তানি করতে পারবে।

Apple samsung

ভারত সরকারও বৈঠক করেছেন অ্যাপেল, স্যামসং-এর সাথে
ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে হাইটেক ম্যানুফ্যাকচারিং নিয়ে আসার জন্য, গত বছর ডিসেম্বরে অ্যাপেল, স্যামসং এবং লাভার সিনিয়ার এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে বৈঠক করেছিলেন।

ভারতে মাত্র ১.৫ আরব ডলার অ্যাপেলের বিক্রি হয়। কিন্তু অপর দিকে চীনে প্রায় ২২০ আরব ডলারের উৎপাদন হয়, এবং তাঁর মধ্যে থেকে ১৮৫ আরব ডলার রপ্তানি করে। চীনে অ্যাপেলের কর্মকাণ্ডের জন্য ৪৮ লক্ষ মানুষ জীবিকা নির্বাহ করে। আবার গ্লোবাল হ্যান্ডসেট রপ্তানিতে অ্যাপেলের মার্কেট শেয়ার ৩৮ শতাংশ এবং ২২ শতাংশ শেয়ার আছে স্যামসং-র।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর