আজ রাতেই খসবে ৪০ টি তারা, দেখতে পাওয়া যাবে খালি চোখেই

বাংলাহান্ট ডেস্কঃ উল্কাপাতের (Meteor shower) সময় কোনো কিছু চাইলে তা অবশ্যই পূর্ন হয়, এই সংস্কারে যারা বিশ্বাস করেন তাদের জন্য সুখবর। এক রাতেই হতে চলেছে ৪০ টি উল্কাপাত। খালি চোখেই দেখা যাবে এই তারাখসা।

হ্যালির ধূমকেতুর কিছু অংশ থেকেই তৈরি হয়েছে এ্যাকুয়ার ইট। প্রত্যেক বছরই এপ্রিল মাসের মাঝামাঝি থেকে মে মাসের শেষের দিকে এই এ্যাকুয়ার ইট থেকে ঝড়ে পড়ে তারা। এবারও তার ব্যতিক্রম নয়।ভাগ্য ভালো থাকলে এক ঘন্টায় ৪০ টি তারা খসা দেখতে পাওয়া যেতে পারে।

যদিও দক্ষিণ গোলার্ধ থেকেও সব চেয়ে ভাল দেখা যাবে এই তারা খসা, তবুও উত্তর গোলার্ধের উৎসাহীরাও নিরাশ হবেন না। আকাশে যদি মেঘ না থাকে, আর ধৈর্য ধরে যদি ঘন্টাখানেক আকাশের দিকে চেয়ে থাকেন তবে সাক্ষী হতে পারবেন এই মহাজাগতিক দৃশ্যের।

উল্কাগুলির ধ্বংসাবশেষের টুকরো প্রতি ঘন্টা ১৪৮০০০ মাইল গতিবেগে বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং প্রায় সঙ্গে সঙ্গেই পুড়ে ছাই হয়ে যায় । পুড়ে যাওয়ার একপ্রকার আলোর বিচ্ছুরণ দেখা যায়, তাকেই আমরা তারাখসা হিসাবে দেখি। অস্ট্রেলিয়া থেকে এই তারাখসা সবচেয়ে ভালো দেখা যায়, কারণ অস্ট্রেলিয়াবাসী উল্কাপাত আদর্শ ৫০ ডিগ্রি কোণ থেকে দেখতে পায়।

সম্পর্কিত খবর