বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই ভারতের কিংবদন্তি ক্রিকেটার তথা টেস্ট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা গত ৭ মে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। তার ঠিক ৫ দিন পর অর্থাৎ গত ১২ মে, দলের আরও এক খেলোয়াড় বিরাট কোহলি (Rohit Sharma-Virat Kohli) টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। মাত্র কয়েক দিনের ব্যবধানে এই দুই তারকা খেলোয়াড়ের টেস্ট থেকে অবসর নেওয়ার বিষয়টি নিঃসন্দেহে ভারতীয় দলের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হয়। এদিকে, এই দুই খেলোয়াড়ের জন্য কোনও ফেয়ারওয়েল ম্যাচও সম্পন্ন হয়নি।
রোহিত-বিরাটের (Rohit Sharma-Virat Kohli) জন্য ফেয়ারওয়েলের আয়োজন:
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ফেয়ারওয়েল আয়োজন করবে: প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারতীয় ক্রিকেট বোর্ড তথা BCCI এখনও রোহিত শর্মা এবং বিরাট কোহলির (Rohit Sharma-Virat Kohli) টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের বিষয়ে ফেয়ারওয়েল সংক্রান্ত কোনও ঘোষণা করেনি। তবে, এরই মধ্যে এবার একটি বড় আপডেট সামনে এসেছে।
FAREWELL FOR KOHLI AND ROHIT.
– Cricket Australia is planning a special farewell for Virat Kohli and Rohit Sharma during India’s ODI tour as it’ll potentially be their last matches Down Under. (Cricexec). pic.twitter.com/N7m6soDoJD
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 8, 2025
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড রোহিত এবং বিরাটকে (Rohit Sharma-Virat Kohli) ফেয়ারওয়েল জানানোর পরিকল্পনা করেছে। চলতি বছরের শেষের দিকে ভারতীয় দল ৩ ম্যাচের ODI সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে সেই সফরে, ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতের এই দুই কিংবদন্তি ক্রিকেটারের জন্য একটি বিশেষ বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: “আমি তার সন্তানের মা”, শ্রেয়স আইয়ারকে স্বামী হিসেবে দাবি করলেন এই অভিনেত্রী! শুরু হইচই
অস্ট্রেলিয়া সফর বিরাট-রোহিতের জন্য স্মরণীয় হয়ে থাকবে: এই প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ জানিয়েছেন যে, সেটি রোহিত শর্মা এবং বিরাট কোহলির (Rohit Sharma-Virat Kohli) শেষ অস্ট্রেলিয়া সফর হতে পারে। তাই, তাঁরা এই দুই তারকা ক্রিকেটারের দুর্দান্ত ক্রিকেট কেরিয়ারকে সম্মান জানাতে চান।
টড গ্রিনবার্গ আরও বলেন যে, “আমি জানি না এটি তাঁদের শেষ সফর হবে কি না, তবে আমরা এই সফরকে রোহিত এবং বিরাটের জন্য স্মরণীয় করে রাখতে চাই।” প্রসঙ্গত উল্লেখ্য যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি (Rohit Sharma-Virat Kohli) সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু, তাঁরা দু’জনেই এখনও ODI খেলবেন। ক্রিকেট অস্ট্রেলিয়া মনে করে যে, তাঁরা যেকোনও সময় ODI থেকেও অবসর নিতে পারেন। তাই তারা অস্ট্রেলিয়ার এই সফরকে রোহিত এবং বিরাটের জন্য “স্পেশাল” করে তুলতে চায়।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: