বাংলাহান্ট ডেস্ক : নতুন বছর পড়লেই বিয়ের সানাই বাজবে টেলিপাড়ায়। দীর্ঘ অপেক্ষা শেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রুবেল দাস (Rubel Das) এবং শ্বেতা ভট্টাচার্য। দীর্ঘদিনের প্রেম পরিণতি পেতে চলেছে বিয়েতে। পর্দায় একাধিক বার ‘মিছিমিছি’ বিয়ের পর এবার সত্যিকারের ভালোবাসার বাঁধনে বাঁধা পড়তে চলেছেন শ্বেতা রুবেল (Rubel Das)। কী প্রতিক্রিয়া ‘বাবুউ’র মায়ের?
রুবেলের (Rubel Das) বিয়ে নিয়ে অকপট অরিজিতা
ছোটপর্দায় রুবেল জনপ্রিয় ‘বাবুউউ’ নামে। সৌজন্যে তাঁর অনস্ক্রিন মা অরিজিতা মুখোপাধ্যায়। ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে এই দুটি চরিত্র অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে তাঁদের অনস্ক্রিন রসায়নের জন্য। সর্বক্ষণ ‘বাবুউউ বাবুউউ’ করতেই দেখা যায় কৃষ্ণা ওরফে অরিজিতাকে। ছেলেকে কীভাবে বউমার থেকে দূরে রাখা যায় সেই ফন্দিই আঁটেন তিনি সর্বক্ষণ। ছেলে যদি বউ ভক্ত হয়ে ওঠে, সেটাই সবথেকে বড় চিন্তা বাবুর মায়ের। আর এবার তো বাস্তবেই বিয়ে করছেন বাবু ওরফে রুবেল (Rubel Das)।
বাস্তবে দারুণ বন্ধু দুজনে: যদিও পর্দায় দুজনে মা ছেলের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে রুবেল (Rubel Das) আর অরিজিতা খুবই ভালো বন্ধু। পর্দার ছেলে বাস্তবে বিয়ে করছে, উচ্ছ্বসিত অরিজিতা। শ্বেতা রুবেলকে নিয়ে তিনি বলেন, ওঁদের এত বছরের সম্পর্ক, সবসময়ই শুভকামনা থাকবে তাঁর তরফে। শ্বেতা রুবেল ভালো থাকুক, এটাই আন্তরিক ভাবে চান অরিজিতা। তাঁর কথায়, একটা সম্পর্কের স্বীকৃতির থেকে ভালো আর কীই বা হতে পারে।
আরো পড়ুন : জেলে গুরুতর অসুস্থ চিন্ময়কৃষ্ণ! জুটছেনা চিকিৎসাও, সব সীমা ছাড়িয়ে যাচ্ছে ইউনূস সরকার
রুবেলের মাকে নিয়ে কী বললেন অভিনেত্রী: বাবুর মায়ের চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অরিজিতা। অনেকে অবশ্য খুব ক্ষেপেছেন তাঁর অনস্ক্রিন চরিত্রটির উপরে। তবে অরিজিতার অভিনয়ের প্রশংসাও করেছেন সকলে। আর রুবেলের (Rubel Das) সঙ্গে অফস্ক্রিনে দারুণ বন্ডিং হয়ে গিয়েছে তাঁর। তবে বাস্তবে রুবেলের মা মোটেই কৃষ্ণার মতো নয় বলেই জানান অরিজিতা।
আরো পড়ুন : কানাকড়িও দিয়ে যাননি স্ত্রীকে, ৬০০ কোটি টাকার বিপুল সম্পত্তি কার নামে উইল করে যান রাজেশ খান্না?
অভিনেত্রী বলেন, রুবেলের মাকে তাঁরা সামনে থেকে দেখেছেন, আবার রুবেলের মুখে তাঁর মায়ের কথাও শুনেছেন। এ বিষয়ে একটি মজার কথা শেয়ার করেন অরিজিতা। রুবেলের মা নাকি একবার তাঁর অভিনয় দেখে বলেছিলেন, ‘একটা মহিলা এত জ্বালায় কেন রে!’ অভিনেতার মা নাকি খুবই ভালো মানুষ। শ্বেতা নিজেও একথা জানেন বলে মন্তব্য করেন অরিজিতা। সূত্রের খবর অনুযায়ী, আগামী জানুয়ারি মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন শ্বেতা রুবেল।