“রণবীর সিং কে নিলে ভালো হতো, ভুল পছন্দ পরিচালকের”, সমালোচনার মুখে অর্জুন কাপুর

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক আশুতোষ গোয়াড়িকরের সিনমো পানিপথ-এর ট্রেলার। ট্রেলারে আহমেদ শাহ আবদালির ভূমিকায় সঞ্জয় দত্ত এবং সদাশিব রাওয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অর্জুন কাপুরকে। সঞ্জয় দত্তর অভিনয়ের হাজার প্রশংসা করছেন নেটিজেনেরা। কিন্তু ওপর দিকে অর্জুন কাপুরের অভিনয় নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনেরা। সমালোচনার মুখে পড়লেন অর্জুন কাপুর। 

 

রণবীর সিংয়ের সঙ্গে কোনও তুলনাই করা যায় না আপনার। মারাঠা রাজার ভূমিকায় অভিনয়ের আগে, বাজিরাও মস্তানির সিডি দেখে তা নিয়ে চর্চা করা উচিত ছিল। বাজিরাও মস্তানির সিডি দেখেই অভিনয় শিখে তবে স্ক্রিনে আসা উচিত ছিল আপনার। ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বাজে এবং খারাপ পেশোয়া হলেন আপনি। ‘পানিপথ’-এর ট্রেলার মুক্তি পাওয়ার পর এভাবেই সমালোচনার মুখে পড়তে হল অর্জুন কাপুরকে।

https://www.instagram.com/p/B5HhRAaABfS/?utm_source=ig_web_copy_link

পানিপথ-এর ট্রেলার মুক্তির পর আবদালির ভূমিকায় সঞ্জয় দত্তের ভূমিকার ভূয়ষী প্রশংসা শুরু করে দেন নেটিজেনরা। একদিকে যখন সঞ্জয় দত্তের ভূমিকার ভূয়ষী প্রশংসা করা হয়, তখন কটাক্ষের মুখে পড়তে হয় অর্জুন কাপুরকে। মারাঠা বীর হিসেবে অর্জুনের ভূমিকায় ক্ষোভে ফুঁসে ওঠেন নেটিজেনরা। মজা, মস্করাও চলতে শুরু করে অর্জুনের অভিনয় নিয়ে। স্ক্রিনে পেশোয়ার ভূমিকায় রণবীর সিংয়ের সঙ্গে অর্জুন কাপুরের তুলনা কখনওই করা যায় না। পরিচালক অশুতোষ গোয়াড়িকর কেন অর্জুন কাপুরকে এই চরিত্রের জন্য পছন্দ করলেন, তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনরা।

পাশাপাশি এই সিনেমায় যদি বক্স অফিসে ভাল ব্যবসা করতে পারে, তাহলে সেটা শুধু মাত্র সঞ্জয় দত্তের জন্য বলেও মন্তব্য করতে শুরু করেন অনেকে। প্রসঙ্গত, পানিপথ-এ অর্জুন কাপুরের স্ত্রী-র ভূমিকায় অভিনয় করছেন কৃতি শ্যানন। আগামী ৬ ডিসেম্বর মুক্তি পাবে আশুতোষ গোয়াড়িকরের এই সিনেমা।

সম্পর্কিত খবর