অর্জুনকে দেখেই ‘মালাইকা মালাইকা’ চিৎকার, প্রাক্তনের নাম শুনেই যা করলেন অভিনেতা… দেখে থ নেটিজেনরা

বাংলাহান্ট ডেস্ক : শেষমেষ সমস্ত জল্পনার অবসান। মালাইকা অরোরার (Malaika Arora) সঙ্গে সম্পর্কটা আর নেই, স্পষ্ট করে দিলেন অর্জুন কাপুর। বেশ অনেকদিন ধরেই অবশ্য জল্পনা চলছিল বলিউডের এই বহু চর্চিত জুটিকে নিয়ে। দীর্ঘদিন ধরেই প্রেম করছিলেন দুজনে। বয়সের বিপুল পার্থক্য, চটুল কটাক্ষ উপেক্ষা করেই পরস্পরে মজেছিলেন তাঁরা। কিন্তু এবার সেই সম্পর্কে ভাঙন ধরল। জল্পনার আর কোনো অবকাশ না রেখেই নিজেকে ‘সিঙ্গেল’ বলে দাবি করলেন অর্জুন।

অর্জুনকে দেখেই মালাইকা (Malaika Arora) বলে চিৎকার

সম্প্রতি মুম্বইয়ের শিবাজি পার্কে একটি দিওয়ালি পার্টিতে অংশ নিয়েছিলেন অর্জুন। রাজ ঠাকরের আয়োজিত ওই দিওয়ালি পার্টিতে আসন্ন ‘সিংঘম এগেইন’ ছবির টিমের সঙ্গে দেখা গেল অভিনেতাকে। সেখানকারই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, উপস্থিত জনতা অর্জুনকে দেখেই ‘মালাইকা মালাইকা’ (Malaika Arora) বলে চিৎকার শুরু করে। পালটা অভিনেতা যে প্রতিক্রিয়া দেন তা শুনেই হতবাক নেটিজেনরা।

আরো পড়ুন : রাম মন্দিরে প্রথম দীপাবলি, উৎসবের আগেই ১ কোটি দিলেন অক্ষয়! মানুষের জন্য নয়, তবে?

কী উত্তর দিলেন অভিনেতা

মালাইকার (Malaika Arora) নাম শুনেই অর্জুনের মুখে দেখা যায় হাসি। হাসতে হাসতেই তিনি বলেন, ‘না না এখন আমি সিঙ্গেল, রিল্যাক্স করো’। তারপরেই অন্য একজন উদ্দেশ্য করে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘এরা বলছে টল আর হ্যান্ডসাম। আমি ভাবলাম বিয়ের কথা বলছে হয়তো। তাই বললাম শান্ত হতে’।

আরো পড়ুন : ‘অনেক উঁচুতে উঠে…’, কালীপুজোর আগেই বড়মায়ের স্বপ্নাদেশ! শ্রুতির অভিজ্ঞতা শুনলে কাঁটা দেবে গায়ে

চর্চিত জুটির বিচ্ছেদ

অর্জুন মালাইকার (Malaika Arora) যে বিচ্ছেদ হয়ে গিয়েছে তা বেশ কিছুদিন আগেই শোনা গিয়েছিল। বিগত ৬ বছর ধরে অর্জুনের সঙ্গে সম্পর্কে ছিলেন মালাইকা (Malaika Arora)। গত মে মাসে নাকি তাঁদের সম্পর্ক ভাঙে। এ বিষয়ে দুজনের কেউ মুখ না খুললেও সূত্র মারফত জানা গিয়েছিল, তাঁদের মধ্যে সৌজন্যমূলক সম্পর্ক বজায় থাকবে। সেই সৌজন্য ধরে রাখতে দেখা গিয়েছে অর্জুনকে।

Malaika Arora

কিছুদিন আগে মালাইকার বাবার আত্মহত্যার ঘটনায় প্রাক্তন প্রেমিকার পাশে দাঁড়িয়েছিলেন অর্জুন। খবর পেয়েই ছুটে গিয়েছিলেন অভিনেতা। তাঁর তৎপরতা দেখে অনেকেই ভেবেছিলেন হয়তো তাঁদের মধ্যে সবটা মিটমাট হয়ে গিয়েছে। কিন্তু অর্জুনের কথায় স্পষ্ট হল, সবটাই সৌজন্যতার খাতিরেই করেছিলেন তিনি। বিচ্ছেদ পরবর্তী তিক্ততা নিজেদের মধ্যে রাখেননি তাঁরা।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর