তৃণমূলে বড় ভাঙ্গন ধরাল অর্জুন সিং, বিজেপিতে যোগ ৪০ জন তৃণমূল নেতা-কর্মী

বাংলাহান্ট ডেস্কঃ আবারও তৃণমূলের বড় ভাঙ্গন, বিজেপি যোগদান করলেন ৪০ জন তৃণমূলের নেতা ও কর্মীরা। বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh) এর হাত ধরে পদ্ম শিবিরে নাম লেখালেন তাঁরা।

জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের ১৭ নম্বর গ্রাম সংসদ এলাকা থেকে মোট ৪০ জন তৃণমূল কর্মী বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-এর হাত ধরে শুক্রবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এদিন তাঁদের হাতে পদ্মফুল তুলে দিয়ে বিজেপিতে যোগদান করান বিজেপি সাংসদ অর্জুন সিং।

bjp 25

এদিকে যে সমস্যায় নেতা কর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন তাঁদের বক্তব্য, “তৃণমূল সরকার সাধারণ মানুষের পাশে কোনও ভাবেই দাঁড়াইনি। আমপানেও স্থানীয় তৃণমূল নেতৃত্ব কোনও কাজ করেনি। আমরা বিজেপিকে ভালোবাসি, ফলে আগে তেমনভাবে কাজের সুযোগ পাইনি। আর আমরা সাংসদের সঙ্গে কাজ করতে চাই তাই আজ বিজেপিতে যোগ দিলাম।”

এই বিষয়ে বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, “যারা তৃণমূল করত তাঁদের আমরা দলে নিয়েছি। আগামী দিনে দল আরও ভালোভাবে সংগঠিত হবে এবং বাংলায় যে অত্যাচার চলছে তা বন্ধ হবে।”

আগামী ২০২১ বিধানসভা নির্বাচন। বাংলা দখলের লড়াইয়ে নেমে পড়েছে বিজেপি। করোনা আতঙ্কের মধ্যেও লাগাতার বাংলায় ভার্চুয়াল সভা করছে বিজেপি। গত কয়েকদিন আগে অমিত শাহ এহেন ভার্চুয়াল সভা থেকেই বাংলা দখলের ডাক দিয়েছিল।

tmc j 1

যদিও আমফান, করোনা নিয়ে যখন বিধ্বস্ত বাংলা, সেই সময় বিজেপির এহেন সভা ঘিরে প্রশ্ন তোলে তৃণমূল। যদিও অমিত শাহের সভার পরেই বাংলায় বিজেপি তাঁদের সংগঠনকে মজবুত করতে নেমে পড়েছে। জেলাজুড়ে শুরু হয়েছে সংগঠনকে মজবুত করার কাজ। চলছে দল ভাঙানো। শাসকের ঘর ভেঙে বিজেপিকে মজবুত করার ছক বঙ্গ-বিজেপির।

সম্পর্কিত খবর