এবার গাড়ি কেলেঙ্কারি তৃণমূলের! মেয়াদ উত্তীর্ণ অ্যাম্বুল্যান্স উদ্বোধন, কাঠগড়ায় অর্জুন সিং

বাংলা হান্ট ডেস্ক: এবার তৃণমূল সাংসদ অর্জুন সিং-এর (Arjun Singh) বিরুদ্ধে আক্রমণ শানাল বিজেপি (BJP)। তৃণমূল (TMC) সাংসদের বিরুদ্ধে অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ অ্যাম্বুল্যান্স (Ambulance) nউদ্বোধন করেছেন তিনি।

উল্লেখ্য, তৃণমূল সাংসদ অর্জুন সিং এবং বিধায়ক রফিকুর সাহেব একটি অ্যাম্বুল্যান্স উদ্বোধন করেছেন। গাড়িটির নম্বর WB 25E 8996। অভিযোগ, ওই গাড়িটির পারমিট ২০১৮ সালে এবং ফিটনেস, ট্যাক্স ইত্যাদি ২০২২ সালে শেষ হয়েছে।
গাড়িটি দেখতে অ্যাম্বুল্যান্স কিন্তু আসলে মেক্সিক্যাব (Mexi Cab)বলে অভিযোগ।

বিজেপি নেতা সপ্তর্ষি রায়চৌধুরী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সাংসদ অর্জুন সিং, বিধায়ক রফিকুর সাহেব উদ্বোধন করলেন একটি অ্যাম্বুলেন্স!!
WB 25E 8996 গাড়িটির #পারমিট ‘১৮ #ফিটনেস #ট্যাক্স #ইনসিওরেন্স #পিইউসিসি ‘২২ শেষ হয়েছে। গাড়িটি দেখতে অ্যাম্বুলেন্স আসলে #MAXICAB (LPV)। মানুষকে বোকা বানানোর নতুন এক স্কিম @AITCofficial @KunalGhoshAgain??’

 আরও পড়ুন: এই দীপাবলিতে ৩.৭৫ লক্ষ কোটি টাকার ব্যবসা! মোদীর এক ডাকে ১ লাখ কোটির ক্ষতি চীনের

এরই সঙ্গে এক্স হ্যান্ডেলে দুটি ছবি পোস্ট করেন সপ্তর্ষি। যেখানে একটিতে দেখা যাচ্ছে, অ্যাম্বুল্যান্সের সামনে দাঁড়িয়ে রয়েছেন অর্জুন সিং। অপরটিতে গাড়ির বিবরণে লেখা, ‘ফিটনেস এক্সপায়ার্ড’ (Fitness Expired)।

 

এদিকে কীভাবে অর্জুন সিং এই মেয়াদ উত্তীর্ণ গাড়িটি (পড়ুন অ্যাম্বুল্যান্সটি) উদ্বোধন করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। বিজেপি এই ইস্যু নিয়ে সুর চড়িয়েছে।